ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

আড়াই দিনেই অস্ট্রেলিয়াকে হারালো ভারত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
আড়াই দিনেই অস্ট্রেলিয়াকে হারালো ভারত

নিজেদের প্রথম ইনিংসে স্বল্প রানেই গুঁটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে ভারত গড়ে রানের পাহাড়।

আর তাতে চাপা পড়ে নাগপুর টেস্টের তৃতীয় দিনের অনেকটা সময় বাকি থাকতেই ইনিংস ব্যবধানে হারলো অজিরা।  

বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ইনিংস ও ১৩২ রানে হারিয়েছে ভারতীয় দল।  

মূলত ৪০০ রান সংগ্রহ করে প্রথম ইনিংসের পরই চালকের আসনে বসে যায় ভারত। কারণ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়েছিল ১৭৭ রানে। ফলে ২২৩ রানের লিড পেয়ে যায় রোহিতবাহিনী। এরপর অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯১ রানেই অলআউট হয়ে যায়।  

আজ তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় স্পিনারদের ঘূর্ণিজাদুর সামনে অসহায় আত্মসমর্পণ করেন অজি ব্যাটাররা। বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার সামনে দাঁড়াতেই পারেননি খাজা-ওয়ার্নাররা। সর্বোচ্চ ২৫ রান এসেছে স্টিভেন স্মিথের ব্যাট থেকে। এছাড়া দুই অঙ্কের দেখা পেয়েছেন ওয়ার্নার (১০), মার্নাস লাবুশেন (১৭) এবং অ্যালেক্স ক্যারি (১০)।

ভারতের হয়ে ডানহাতি স্পিনার অশ্বিন একাই নিয়েছেন ৫ উইকেট। দীর্ঘদিন পর দলে ফেরা জাদেজা ঝুলিতে পুরেছেন ২ উইকেট। এরপর লেজ ছেঁটে দেন অক্ষর প্যাটেল ও মোহাম্মদ শামি। তাদের দাপুটে বোলিংয়ে মাত্র ৩২.৩ ওভার পর্যন্ত স্থায়ী হয় অজিদের দ্বিতীয় ইনিংস।

এর আগে ৭ উইকেটে ৩২১ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামে ভারত। আগের দিন ব্যক্তিগত ফিফটির দেখা পাওয়া জাদেজা আজ বেশিদূর যেতে পারেননি। ব্যক্তিগত ৭০ রানে থামেন এই বাঁহাতি অলরাউন্ডার। তবে জাদেজার মতোই আগের দিন ফিফটি তুলে নেওয়া অক্ষর ছুটছিলেন সেঞ্চুরির দিকে। যদিও ব্যক্তিগত ৮৪ রানে শেষ হয় তার ইনিংস। আর লোয়ার অর্ডারে তাকে দারুণ সঙ্গ দিয়ে মোহাম্মদ শামি খেলেন ৩৭ রানের ইনিংস।

ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরা নির্বাচিত হন জাদেজা।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া (১ম ইনিংস)- ৬৩.৫ ওভারে ১৭৭ (লাবুশেন ৪৯, স্মিথ ৩৭; জাদেজা ৪৭/৫, অশ্বিন ৪২/৩)
ভারত (প্রথম ইনিংস)- ৪০০ (রোহিত ১২০, অক্ষর ৮৪, জাদেজা ৭০; মার্ফি ১২৪/৭)
অস্ট্রেলিয়া (দ্বিতীয় ইনিংস)- ৯১ (স্মিথ ২৫, লানুশেন ১৭; অশ্বিন ৩৭/৫, জাদেজা ৩৪/২)
ফলাফল: ভারত ইনিংস ও ১৩২ রানে জয়ী
সিরিজ: ভারত ১-০ ব্যবধানে এগিয়ে

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।