ঢাকা, শুক্রবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩১ মে ২০২৪, ২২ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

সিলেটে ক্রিকেটারদের বয়কটের ডাক, একাত্মতা প্রকাশ কোয়াবের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
সিলেটে ক্রিকেটারদের বয়কটের ডাক, একাত্মতা প্রকাশ কোয়াবের সংগৃহীত ছবি

সিলেটে লিগ বর্জনের ডাক দিয়েছেন ক্রিকেটাররা। মাঠ সংকটের কারণে এবার লিগ দুই ভাগ করে করতে চায় জেলা ক্রীড়া সংস্থা।

এছাড়া কোনো অবনমনও রাখতে চায় না তারা। এসবের প্রতিবাদ জানিয়ে লিগ বর্জনের ঘোষণা দেন সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের নেতা এনামুল হক জুনিয়র।  

সোমবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আপনারা বললেন ফ্ল্যাট লিগ (রাউন্ড রবিন) দিতে পারবেন না, কারণ মাঠ নেই এই বছর। আমরা রাজি হলাম গ্রুপ লিগ খেলতে, এখন বলছেন রেলিগেশন দেবেন না। রেলিগেশন ছাড়া কি লিগ ভাই? সিলেট ডিসট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন, আপনাদের বলছি, আমাদের অভিভাবক নাদেল ভাইয়ের দিকে তাকিয়ে আছি। যদি তাতে কোনো সমাধান না হয়, আমরা লিগ বয়কট করবো। ’

‘আমি সিলেটের একাডেমির সব কোচদের অনুরোধ করবো, আপনারা একাডেমির খেলোয়াড়দের আমাদের সঙ্গে থাকার অনুমতি দিন। আমরা আজকে প্রতিবাদ করছি ভবিষ্যৎ সিলেটের ক্রিকেটারদের জন্য। এতগুলো সিলেটি খেলোয়াড় যেখানে জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছে বা করছে, সেই জায়গায় ক্রিকেট লিগ এমন হতে পারে না। ’

কোয়াবেরও সমর্থন আছে

ক্রিকেটার্স ওয়ালফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) বাংলাদেশও বিষয়টিতে সমর্থন জানাচ্ছে। সিলেটের ক্রিকেটারদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইতোমধ্যেই সংগঠকদের সঙ্গে কথা বলেছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন সাধারণ সম্পাদক দেবব্রত পাল।  

তিনি বলেছেন, ‘আমার ও দুর্জয় ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। ওরা চাচ্ছে ফ্ল্যাট লিগ। গ্রুপ দিলেও সমস্যা নেই, তবে রেলিগেশনটা যেন থাকে। এমন না হলে টুর্নামেন্টও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হয় না; খেলোয়াড়দের পেমেন্টও এটার ওপর নির্ভর করে। ’

‘সিলেট থেকে গত কয়েক বছরে আমরা অনেকগুলো খেলোয়াড় জাতীয় দলে পেয়েছি। কোভিড বাদ দিলে সিলেট লিগ কিন্তু নিয়মিত হয়। তারা একই ফরম্যাটে ২০১৮ সালেও লিগ করেছিল কিন্তু অবনমনটা ছিল। ক্রিকেটাররা যে দাবি জানিয়েছে, আমরা তার সঙ্গে একমত। ’  

একাত্মতা প্রকাশ করলেও ভালো সমাধানের আশায় বলে যান দেবব্রত, ‘আমরা বলেছি সবকিছু ইতিবাচকভাবে এগিয়ে যাক। জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে বসুক, কথা বলুক। আমি গতকাল ক্রিকেট কমিটির সঙ্গে কথা বলেছি। আমরা চাই ইতিবাচকভাবে জিনিসগুলো হোক। কারণ ক্রিকেট এমন একটা জিনিস, এটার সঙ্গে কিন্তু অনেক কিছু যায় না...রাজপথ যায় না, নানা কিছু যায় না। যাওয়া উচিত না। আমাদের সংগঠকদের বিষয়গুলো অনুধাবন করা উচিত। ’

‘ক্রিকেটারদের কাজ ক্রিকেট খেলা, সংগঠকদের কাজ ওটার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা। সিলেট হচ্ছে বিভাগীয় শহর। এই ব্যাপার নিয়ে আমরা খুবই কনসার্ন। আশা করবো সংগঠকরা ক্রিকেটের যে নিয়মকানুন লিগ হওয়ার ব্যাপারে- সেভাবেই আয়োজন করুক। ’

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।