ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের সাবেক কোচ এখন দ. আফ্রিকার ব্যাটিং পরামর্শক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
বাংলাদেশের সাবেক কোচ এখন দ. আফ্রিকার ব্যাটিং পরামর্শক

বাংলাদেশের সাবেক ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি তৃতীয় দফায় যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কোচিং প্যানেলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে প্রোটিয়া দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

 

ম্যাকেঞ্জিকে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হলেও গুঞ্জন রয়েছে স্থায়ী দায়িত্বও পেতে যাচ্ছেন তিনি। প্রধান কোচ মার্ক বাউচার দায়িত্ব থেকে সরে যাওয়ার পর নতুন কোচ শাকরি কনরাড দলকে সাজাচ্ছেন। তার অধীনে থেকেই মূলত দায়িত্ব পেতে যাচ্ছেন ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করা ম্যাকেঞ্জি।  

এদিকে কয়েকদিন আগে টেস্ট ক্রিকেটের নেতৃত্বেও বদল এনেছে দক্ষিণ আফ্রিকা। ডিন এলগারের বদলে অধিনায়কত্ব পেয়েছেন টেম্বা বাভুমা। ওয়ানডে দলেরও নেতৃত্বে আছেন তিনি। তবে টি-টোয়েন্টির দায়িত্ব ছেড়ে দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।