ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘জাতীয় দলে একসঙ্গে খেলতে ডিনারে যাওয়ার দরকার নেই’ 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
‘জাতীয় দলে একসঙ্গে খেলতে ডিনারে যাওয়ার দরকার নেই’  ফাইল ছবি

গত কয়েকদিনে ক্রিকেট ছাপিয়ে বাংলাদেশ আলোচনায় মাঠের বাইরের ঘটনা। দলের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্বের খবর সামনে নিয়ে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এরপর নিজেদের মধ্যে সমস্যার কথা অস্বীকার করেননি তামিমও।  

তবে তিনি বলেছিলেন, ‘মাঠের ঘটনাই ম্যাটার’ করে তার কাছে। তার সুরেই কথা বলছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। বুধবার থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু। এর আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। সাকিব-তামিম দ্বন্দ্বের ব্যাপারে প্রশ্ন গিয়েছিল তার কাছে।

জবাবে লঙ্কান কোচ বলেছেন, ‘প্রথমত আমি কেবল সাত দিন ধরে এখানে আছি। আমি এমন ড্রেসিং রুম ও দলে ছিলাম যেখানে সবার সঙ্গে সবার মিলতো না। কিন্তু তারাও এগিয়ে এসেছে, দল হিসেবে খেলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে আপনি এটাই প্রত্যাশা করবেন। আপনার সেরা বন্ধু হয়ে ডিনারে যাওয়ার দরকার নেই। যতক্ষণ এটা প্রভাব রাখছে না, আমি কোনো সমস্যা দেখি না। ’ 

ইংল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ সিরিজের আগে এমন খবর বাইরে আশা কি আদর্শ? এমন প্রশ্নে হাথুরু বলেছেন, ‘আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার নেই। এটা কি সিরিজ সম্পর্কিত কিছু? এটা কোনো কিছুর জন্যই আদর্শ সময় না। এটা আদর্শ সময় হচ্ছে সিরিজের ব্যাপারে প্রশ্ন করা। ’

বাংলাদেশের হয়ে চন্ডিকা হাথুরুসিংহে কাজ করেছিলেন আরও প্রায় সাড়ে পাঁচ বছর আগে। ২০১৭ সালে চাকরি ছেড়েছেন তিনি। এই সময়ে বদলে গেছে অনেককিছুই। হাথুরুসিংহে সেটিকে কীভাবে দেখছেন? জবাবে তিনি বলছেন, ‘উন্নতিই দেখছি। ’

তিনি বলেছেন, ‘তারা অনেক উন্নতি করেছে। নিজেদের ভূমিকা বুঝতে পারার ব্যাপারে উন্নতি হয়ে। কীভাবে তারা প্রস্তুতি নিতে চায়, তারা অনেক উন্নতি করেছে এ বিষয়েও। তরুণরা জানে কীভাবে প্রস্তুতি নিতে হয়, নিজেদের ভূমিকা পালন করতে হয়। এদিকটাতে তারা উন্নতি করেছে। ’

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।