মার্চে বসতে চলা শারীরিক প্রতিবন্ধীদের ক্রিকেট লিগের জন্য মেডিকেল পরীক্ষা আয়োজন করেছে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ। দুপুরে বনানীর শহীদ জায়ান চৌধুরী মাঠে দেশের বিভিন্ন জেলা থেকে শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটাররা যোগ দেন।
মেডিকাল পরীক্ষায় অংশ নেয় ডিডিএফ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব, লালমনিরহাট ফিজিক্যালি চ্যলেঞ্জড ক্রিকেট টিম, হোপ ফর ডিজেবল ক্রিকেট টিম উত্তরা এবং ইউনিসার্ভ।
জাহিদুল ইসলাম রনি বলেন, ‘দীর্ঘদিন দেশে-বিদেশে সুনামের সাথে প্রতিবন্ধীদের নিয়ে ক্রিকেট খেলা আয়োজন করে আসছে ইউনি সার্ভ। আমরা আমাদের মতো অন্যান্য সংগঠনগুলোকে একসঙ্গে পেয়ে সত্যি আনন্দিত। ধন্যবাদ জানাই বনানী চেয়ারম্যানবাড়ি শহীদ জায়ান মাঠ কর্তৃপক্ষকে। প্রতিবন্ধীদের সহযোগিতায় আজকে মাঠটি বরাদ্দ করেছেন তারা। ’
আয়োজনে আরও যোগ দেন শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা মোঃ হেদায়েতুল আজিজ মুন্না এবং গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রাজ।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
এমএইচবি/এএইচএস