ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

রয়ের পর ফিরলেন সল্টও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
রয়ের পর ফিরলেন সল্টও ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশের দেওয়া ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারান ইংলিশ ওপেনার জ্যাসন রয়। সাকিব আল হাসানের করা ওভারের শেষ বলে তামিম ইকবালের হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি।

 

তাসকিন আহমেদ ও সাকিব আল হাসানের কিপটে বোলিংয়ে প্রথম ছয় ওভারে মাত্র ১৮ রান তুলতে পারে ইংল্যান্ড। এরপর বোলিংয়ে আসেন তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। প্রথম ওভারে উইকেট না পেলেও দ্বিতীয় ওভারে ফিল সল্টকে বোল্ড করেন তাইজুল। ইংলিশ ব্যাটার ফেরেন ১২ রান করে।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৩৭ রান।  

এর আগে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ তিন ম্যাচের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক তামিম ইকবাল। আগে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে ২০৯ রান করেই সবগুলো উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।

লিটন দাসের পতন দিয়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস। ৭ রানে তিনি বিদায় নেওয়ার পর তামিম উইকেট হারান ২৩ রান করে। শান্ত একপাশ আগলে রাখলেও অপরপ্রান্তে মুশফিকুর রহিম ১৬ ও সাকিব আল হাসান বিদায় নেন ৮ রান করে। এরপর মাহমুদউল্লাহ এসে সঙ্গ দেন শান্তকে।  

থিতু হওয়া শান্ত ফিফটির দেখা পান ৬৭ বলে। মাহমুদউল্লাহর সঙ্গে তার জুটিও পঞ্চাশ ছাড়ায়। এরপর ব্রেকথ্রু আনেন আদিল রশিদ। শান্ত বিদায় নেন ৬ চারে ৫৮ রান করে। মাহমুদউল্লাহও আর থিতু হতে পারেননি বেশিক্ষণ। ৩১ রানে উইকেট হারান তিনি।  

শেষে আফিফ হোসাইন ৯ মেহেদি হাসান মিরাজ ৭ রানে বিদায় নিলেও দলকে দুইশ পার করতে অবদান রাখেন তাসকিন আহমেদ। ১৮ বলে ১৪ রানের ইনিংস খেলে তিনি উইকেট হারান। তাইজুল ইসলাম অপরাজিত থাকেন ১০ রান করে।  

ইংলিশদের হয়ে কেবল ক্রিস ওকস ও উইল জ্যাকস এক উইকেট করে শিকার করেন। বাকি চার বোলার জোফরা আর্চার, মার্ক উড, মঈন আলী ও আদিল রশিদ পান জোড়া উইকেট।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।