ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মা হারালেন কামিন্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
মা হারালেন কামিন্স

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার শেষ টেস্ট এখনও চলছে। এরই মধ্যে দুঃসংবাদ পেলেন অধিনায়ক প্যাট কামিন্স।

যদিও তিনি দুই ম্যাচ খেলেই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন। কারণ ছিলো তার মা মারিয়া কামিন্স অসুস্থ হয়ে পড়েছিলেন।  

সেই অসুস্থতার পর আর সুস্থ হয়ে ওঠা হলো না কামিন্সের মায়ের। আজ ভোরে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করার পর আজ এসে হার মানতে হয়েছে মারিয়া কামিন্সকে।  

২০০৫ সালে প্রথম স্তন ক্যানসার ধরা পড়েছিল মারিয়া কামিন্সের। চিকিৎসার পর কয়েক বছর ভালো থাকলেও ২০২২ সালে ফের সেই ক্যানসার হানা দেয়। এ যাত্রায় আর টিকতে পারলেন না তিনি। কামিন্সের মায়ের মৃত্যুতে শোক জিনিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এছাড়া একই কারণে কালো আর্মব্যান্ড পরে আজ মাঠে নেমেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।

এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘রাতে মারিয়া কামিন্সের মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত। অস্ট্রেলিয়ান ক্রিকেটের পক্ষ থেকে প্যাট, তার পরিবার এবং স্বজনদের জন্য গভীর সমবেদনা। ’

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।