ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মোহামেডানের অধিনায়ক ইমরুল কায়েস

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
মোহামেডানের অধিনায়ক ইমরুল কায়েস

১৫ মার্চ থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের নতুন আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে তারকাবহুল দল গড়েছে মোহামেডান।

দলটির হয়ে খেলবেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজের মতো তারকারা। তবে অধিনায়ক হিসেবে দলটি বেছে নিয়েছে ইমরুল কায়েসকে।

সর্বশেষ বিপিএলেও ইমরুল তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যাম্পিয়ন করেছেন। ঘরোয়া লিগেও নিয়মিতই সফল হন তিনি। যদিও গত বছর সুপার লিগে খেলতে পারেনি মোহামেডান। এবার দলটিকে চ্যাম্পিয়ন করায় চোখ রাখছেন ইমরুল।

শনিবার মোহামডোনের ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেছেন, ‘প্রথমত ধন্যবাদ জানাই মোহামেডান ক্লাবকে তারা আমাকে এত বড় দায়িত্ব দিয়েছে। মোহামেডানের মতো ক্লাবের অধিনায়কত্ব করতে পারা অনেক বড় সম্মানের। আমি চেষ্টা করবো সম্মান ধরে রাখার। ’

দলকে নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে ইমরুল বলেন, ‘আমি গত বছর ধরে যে দলে খেলেছি, কমিটমেন্ট ছিল যেন চ্যাম্পিয়ন হতে পারি। একই পথে চেষ্টা করবো মোহামেডান ক্লাব যেন আলাদা ফল করে, আমরা চ্যাম্পিয়ন হতে পারি। ’

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।