প্রথম দশ ওভারেই সাকিব আল হাসান ব্যবহার করেন ছয় বোলার। সবমিলিয়ে আটজন হাত ঘুরিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে।
এর আগে চট্টগ্রামে প্রথম ম্যাচেও জেতে বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ খেলেই হারিয়ে দিয়েছে সাকিব আল হাসানের দল। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক বলেছেন, স্নায়ু ধরে রাখাটা ছিল গুরুত্বপূর্ণ।
সাকিব বলেছেন, ‘আমরা ভালো বোলিং করেছি। এই কন্ডিশনে তারা খুব ভালো শুরু পেয়েছিল। কিন্তু আমরা স্নায়ু স্থির রেখেছিলাম। বলব, দলগতভাবে ভালো চেষ্টা করেছে সবাই। এ রকম একটি কঠিন ম্যাচে আমাদের প্রত্যেকের স্নায়ু স্থির রাখা গুরুত্বপূর্ণ এবং মিরাজ কিন্তু প্রথম ম্যাচটা খেলেনি। এখানে ফিরে এসে রান করাটা গুরুত্বপূর্ণ। শান্তর সঙ্গে তার ১৫ রানের ইনিংসটিও গুরুত্বপূর্ণ ছিল। অন্য প্রান্তে শান্তর ইনিংসটিও দারুণ ছিল। ’
বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এমএইচবি/আরএইচ