ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

মাহমুদউল্লাহর প্রমাণের কিছু নেই: বাশার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
মাহমুদউল্লাহর প্রমাণের কিছু নেই: বাশার

টেস্ট থেকে অবসর নিয়েছেন আগেই। বাজে ফর্মের কারণে হারিয়েছেন টি-টোয়েন্টি দলের জায়গাও।

এবার ওয়ানডে দল থেকেও বাদ পড়লেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে ছাড়াই আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাহমুদউল্লাহর পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছিল অনেক দিন ধরেই। গুরুত্বপূর্ণ মুহূর্তে ডট বল খেলার প্রবণতা আছে তার। যা একজন ফিনিশারের ক্ষেত্রে বেমানান। যদিও মাহমুদউল্লাহর এই বাদ পড়াকে বিশ্রাম হিসেবেই উল্লেখ করছেন নির্বাচকরা। তার পরিবর্তে অন্যদের পরখ করে দেখার সুযোগ এটি। তাই নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, মাহমুদউল্লাহর প্রমাণ করার কিছু নেই। যদিও পরবর্তী সিরিজে দলে থাকবেন কি না, এর কোনো পরিষ্কার উত্তর দিতে পারেননি।

বাশার বলেন, আমার মনে হয় এই সিরিজটা নিয়েই থাকি। আপাতত আমরা এই সিরিজটা নিয়ে চিন্তা করছি। এই সিরিজটা গুরুত্বপূর্ণ। পরের সিরিজের আগেই আমরা এটা নিয়ে ভাববো। এই মুহূর্তে আমরা যেটা করেছি সেটা নিয়েই থাকি। ’

‘আমি আবারও বলছি মাহমুদউল্লাহ আমাদের প্রমাণিত খেলোয়াড়। তার আর প্রমাণ করার কিছু নেই। তাকে নিয়ে ভবিষ্যতে কি হবে তা আমরা পরে ভাববো। আপাতত আমরা এই সিরিজটা নিয়েই ভাবতে চাচ্ছি। ’ 

মাহমুদউল্লাহ বাদ দেওয়া  হয়েছে কি না এই প্রসঙ্গে বাশার বলেন, ‘ব্যাপারটা আসলে কিছুই না। মাহমুদউল্লাহ যেখানে ব্যাটিং করছেন সেখানে আমাদের দুই-একজন বিকল্প আছে দেখার মতো। এজন্য (বিশ্রাম দেয়া হয়েছে), আর কিছু না। ব্যাটিং অর্ডারটা আমরা দেখতে চাচ্ছি, ১-৪ আমাদের নতুন কাউকে দেখার সুযোগ নেই। আমাদের ছয়-সাতজন দেখার একটু সুযোগ আছে। ’ 

দীর্ঘদিন জাতীয় দলে ফিনিশারের ভূমিকা পালন করে আসছেন মাহমুদউল্লাহ। তার পরিবর্তে যাদের নেওয়ার তাদের প্রতি চাপ সৃষ্টি করতে চান না বাশার, ‘আপাতত যাদেরকে নিয়ে আসছি আমরা তাদেরকে চাপ না দেই আমরা। তাদের পারফরম্যান্সের চাপ না দেই। তাকে এমন একটা জায়গায় নেয়া হচ্ছে যে বছরের পর বছর বাংলাদেশের হয়ে পারফর্ম করে আসছেন। আমরা ওইভাবে না দেখি। আমরা ওইভাবে দেখছি না। তাদেরকে একটু সময় দেই। কারণ নতুনদের এসেই কিন্তু পারফর্ম করা কঠিন। চাপে পড়ে গেলে তার জন্য কঠিন হবে। যার জন্য এই বিষয়টা নিয়ে আমরা বেশি আলাপে যাচ্ছি না। ’

এদিকে সিলেটে আগামী ১৮ মার্চ সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৬৫২ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।