ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

এভাবে খেললে একটা জায়গায় যেতে পারবো : লিটন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এভাবে খেললে একটা জায়গায় যেতে পারবো : লিটন ছবি : শোয়েব মিথুন

পুরো সিরিজজুড়েই লিটন দাস ভুগেছেন রান খরায়। একেবারে শেষ ম্যাচে এসে রানের দেখা পেয়েছেন তিনি।

১০ চার ও ১ ছক্কায় ৫৭ বলে ৭৩ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়ও। দলও সফল হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেই তাদের করেছে হোয়াইটওয়াশ।

এমন সাফল্যের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পুরো দল। লিটন দাস শিরোপা উদযাপনে ড্রেসিংরুমের ভেতরে যান। এরপর ম্যানেজার নাফিস ইকবালের সঙ্গে ফিরে আসেন টিভি ব্রডকাস্টারদের সাক্ষাৎকার দিতে। তারপর অনুরোধ রেখে কথা বলেন উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও।  

তিনি বলেছেন, ‘তৃতীয় ওয়ানডে জেতার পর বিশ্বাস পেয়েছি যে এই ইংল্যান্ডকে হারানো যায়। আর আমরা দেশের মাটিতে অনেক শক্তিশালী দল। আমাদের হাতে ভালো স্পিনার আছে, ভালো পেসার আছে, ব্যাটাররাও ভালো করছে। ইনফ্যাক্ট ভালো ফিল্ডিং সাইডও আছে। জিতব কি না, এমন চিন্তা করার দরকার ছিল না আমাদের। যেহেতু আমাদের দল ভালো, ভালো করলে আমরা জিতব, এই বিশ্বাস ছিল। ’ 

‘আমি এটাও বলব না যে আমরা পরের সিরিজে বা তার পরের সিরিজে একেবারে বড় কিছু করে ফেলব। আমরা যেভাবে খেলছি, এভাবে যদি খেলে যেতে পারি, তাহলে একটা জায়গায় যেতে পারব। ’

এর আগে ম্যাচসেরার পুরস্কার নিতে এসে নিজের ইনিংস নিয়ে লিটন বলেছেন, ‘নতুন বলে রান করা চ্যালেঞ্জিং ছিল। আমার কিছু সময় উইকেটে কাটাতে হতো, উইকেটের সঙ্গে অভ্যস্ত হতে হতো। রনি ও শান্ত যেভাবে খেলেছে, তাতে আমার চাপ কিছুটা কমেছে। আমিও ইনিংসটা সাজাতে পেরেছি। ’

বাংলাদেশ সময় : ২২৩২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।