ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

ফুটবল খেলতে গিয়ে ব্যথা নিয়ে হাসপাতালে মিরাজ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
ফুটবল খেলতে গিয়ে ব্যথা নিয়ে হাসপাতালে মিরাজ ফাইল ছবি

সিলেট থেকে : অনুশীলন শুরুর আগে ক্রিকেটারদের ফুটবল খেলা নিয়মিত চর্চা। শনিবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে।

এর আগে শুক্রবারের অনুশীলনেও ফুটবল খেলছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা।

মিনিট কয়েক খেলার পরই দেখা যায় মাটিতে লুটিয়ে পড়েছেন মেহেদী হাসান মিরাজ। ব্যথায় কাতরাতে থাকেন তিনি। পরে জানা গেছে চোখে চোট পাওয়া মিরাজকে নিতে হয়েছে হাসপাতালেও।

সেখানে সিটি স্ক্যান করা হয় মিরাজকে। যদিও আশার খবর হচ্ছে, তার চোখে কোনো সমস্যা দেখা যায়নি। তবে রক্ত জমেছে তার চোখে।  মিরাজ খেলবেন কি না, এটা এখনও নিশ্চিত নয়। তবে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, সিরিয়াস কিছু হয়নি তার। এরপরও অপেক্ষা করতে হবে চোখের চিকিৎসকের রিপোর্টের জন্য।

এর আগে ওয়ানডে সিরিজের আগে চোট পান জাকির হাসান। বৃদ্ধাঙ্গলিতে চোট পাওয়ায় এই ফরম্যাটের দলে প্রথমবার সুযোগ পাওয়া এই ক্রিকেটার ছিটকে যান। তার জায়গায় দলে নেওয়া হয়েছে রনি তালুকদারকে।

বাংলাদেশ সময় :
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।