ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ব্যাটারদের মন খারাপ হবে ভেবে উদযাপন করেন ‘না’ হাসান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
ব্যাটারদের মন খারাপ হবে ভেবে উদযাপন করেন ‘না’ হাসান

সিলেট থেকে : জীবনের প্রথম ফাইফার নিয়ে এসেছিলেন সংবাদ সম্মেলন। পাশে বসেই শুনেছেন অধিনায়ক তামিম ইকবালের প্রশংসা।

 তামিম বলছিলেন, ‘এমন পেসার থাকলে জীবন সহজ হয়ে যায়। ’ হাসান মাহমুদের অবশ্য তাতে তেমন কোনো উচ্ছ্বাস নেই।  

এমনিতেই নরম স্বভাবের। কথা কম বলেন, বললেও তা ধীরেসুস্থে। তার চেয়েও বড় বিস্ময়ের ব্যাপারটা বোধ হয় এখনও আপনি খেয়াল করেননি— হাসান মাহমুদ উইকেট পেলে উদযাপন করেন না খুব একটা। কেন? এই কারণটা শুনলে আরও বেশি চমকে যাওয়ার কথা।  

পাঁচ উইকেট নিয়ে হাসান মাহমুদ সংবাদ সম্মেলন কক্ষে এসেছেন। প্রথমে নিজের অনুভূতির ব্যাপারে বললেন তিনি। এরপর তার কাছে জানতে চাওয়া হলো কেন উদযাপন করেন না উইকেট নিয়েও? হাসান বলতে চাইলেন না শুরুতে, ‘করি না এমনিতেই। ’

উইকেট পাওয়া যেকোনো বোলারের জন্যই অনেক বড় ব্যাপার। নানা ধরনের উদযাপন পৃথিবীজুড়ে বিখ্যাতও। পেসাররা স্বভাবতই আগ্রাসী হন, তাদের উদযাপন হয় আলাদাও। আপনি কেন করেন না? হাসান এবার বললেন আসল কথা, ‘ব্যাটারকে আউট করলে তার আরেকটু বেশি খারাপ হবে হয়তো এটা ভেবে করি না। ’

ওয়ানডেতে এর আগেও ৭ ম্যাচ খেলেছেন, জাতীয় দলের জার্সিতে ১৩ টি-টোয়েন্টিও। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫ ও লিস্ট-এ তে ৩৪ ম্যাচ খেলেও কখনো পাননি ফাইফারের দেখা। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে এসে পেলেন সেটি। ৩২ রান খরচ করে নিয়েছেন ৫ উইকেট। এসব পরিশ্রমের ফল বলেই জানালেন হাসান।

তিনি বলেন, ‘প্রথমত বলবো এটা আমার প্রথম পাঁচ উইকেট আন্তর্জাতিক ক্রিকেটে। ঘরোয়াতেও পাঁচ উইকেট পাওয়া হয়নি। সবমিলিয়ে আলহামদুলিল্লাহ। আমাদের যে পেস বোলাররা আছে, তারাগত কয়েক বছর ধরে কঠোর পরিশ্রম করছি।  আমাদের অ্যালান ডোনাল্ড আছেন, তার সঙ্গে ভালো একটা সম্পর্ক আছে সবার। চেষ্টা করছি নিজেদের উন্নতি করার। ’

বাংলাদেশ সময় : ১৯৩৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।