দেশের ক্রিকেটকে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন। এখন খেলা চালিয়ে গেলেও ছেড়েছেন জাতীয় দলে খেলার স্বপ্ন।
মাশরাফির আগে প্রথম বাংলাদেশি হিসেবে এই সম্মান পেয়েছিলেন সংগঠক ও সাবেক বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরী। এ দফায় মোট ১৯ জনকে আজীবন সম্মাননা দিয়েছে এমসিসি, তাদের একজন মাশরাফি। এর আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হয়েছিলেন। তবে জুয়াড়ির প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হওয়ার পর তিনি পদত্যাগ করেন।
ক্রিকেটারের বাইরেও এবার দুজন এমসিসির সম্মাননা পেয়েছেন। এর মধ্যে জেন পাওয়েল গত বছরের শেষে ইসিবির ডিজেবিলিটি পারফরম্যান্স ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন।
১৯ জনের তালিকায় সবচেয়ে বেশি ৫ জন রয়েছে ভারতের। এর মধ্যে দুই নারী ক্রিকেটার ঝুলন গোস্বামী ও মিতালি রাজ আছেন। এছাড়া পাকিস্তানের একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন মোহাম্মদ হাফিজ।
আজীবন সদস্যপদ পাওয়া ক্রিকেটাররা হলেন-
মেরিসা অ্যাগুইলিয়েরা (ওয়েস্ট ইন্ডিজ), মহেন্দ্র সিং ধোনি (ভারত), ঝুলন গোস্বামী (ভারত), জেনি গান (ইংল্যান্ড), মোহাম্মদ হাফিজ (পাকিস্তান), রাচেল হেইন্স (অস্ট্রেলিয়া), লরা মার্শ (ইংল্যান্ড), ইয়ন মরগান (ইংল্যান্ড), মাশরাফি বিন মুর্তজা (বাংলাদেশ), কেভিন পিটারসেন (ইংল্যান্ড), সুরেশ রায়না (ভারত), মিতালি রাজ (ভারত), অ্যামি স্যাটারওয়াট (নিউজিল্যান্ড), অ্যানিয়া শ্রাবসোল (ইংল্যান্ড), যুবরাজ সিং (ভারত), ডেল স্টেইন (সাউথ আফ্রিকা) এবং রস টেলর (নিউজিল্যান্ড)।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
এমএইচবি/এমএইচএম