ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিব চেয়েছিলেন দ্রুততম সেঞ্চুরি, পাপন বলেছেন, ‘আগে ফিফটি করো’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
সাকিব চেয়েছিলেন দ্রুততম সেঞ্চুরি, পাপন বলেছেন, ‘আগে ফিফটি করো’

মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে লড়ছে বাংলাদেশ। প্রথম দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।

পরে সকালে ফেরেন মুমিনুল হক। এরপর ব্যাটিংয়ে এসে প্রথম বলেই বাউন্ডারি হাঁকান সাকিব আল হাসান।

পুরো ইনিংসজুড়েই তিনি ধরে রাখেন এই আক্রমণের ঝাঁজ। ৯ চারে ৪৫ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। পরে অবশ্য সেঞ্চুরির দেখা পাননি। ৯৪ বলে ৮৭ রান করে সাজঘরে ফেরত যান তিনি। দ্বিতীয় দিন শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সাকিবের নাকি চাওয়া ছিল দ্রুততম সেঞ্চুরি।

তিনি বলছিলেন, ‘আমি সকালে এসেছিলাম তাড়াহুড়ো করে দুটি সেঞ্চুরি দেখতে। একটি হলো আরেকটি ফসকে গেল। আমাকে আগেই সাকিব বলছিল যে ও দ্রুততম সেঞ্চুরি করবে। আমি আবার ওকে বলেছিলাম এই এসব চলবে না, আগে ফিফটি করো। তাড়াহুড়া করো না। ও ভালো খেলেছে কিন্তু সেঞ্চুরিটা হলো না। ১৩ রান দূরে থেকে গেল। ’

টেস্টে দিন দিন উন্নতির ছাপ দেখা যাচ্ছে বাংলাদেশের খেলায়। ভারতের বিপক্ষে সর্বশেষ বেশ ভালো লড়াই করেছিল সাকিব আল হাসানের দল। ক্রিকেটারদের মানসিকতায় বদল দেখছেন পাপনও। অবশ্য তিনি বলছেন, যেতে হবে অনেক দূরে।

তিনি বলেছিলেন, ‘খেলোয়াড়দের সবার মানসিকতা এখন ইতিবাচক। তবে টেস্টে এখনও আমরা আহামরি কোনো ভালো দল না। আজকের খেলা দেখে মনে হচ্ছে খুব ভালো, কালকে মেজাজটাই খারাপ ছিল। এটাই বাস্তবতা, এখনও আমাদের অনেক দূর যেতে হবে। তবে আমার ধারণা এক বছরের মধ্যে বাংলাদেশ টেস্টে ভালো দল হয়ে ওঠবে। ’

‘কারণ এখন আমরা তো বেশি ভালো দলগুলোর বিপক্ষে বেশি টেস্ট খেলার সুযোগ পাই না। টানা এক বছরে আমাদের ১৪টা টেস্ট খেলতে হবে, এতোগুলো টেস্ট খেলা সহজ কথা না। এর মাঝে আমাদের একটা ভালো দল হবে, এই বিশ্বাস আছে। ’

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।