ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে অভিষেকেই সেঞ্চুরি টাকারের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
বাংলাদেশের বিপক্ষে অভিষেকেই সেঞ্চুরি টাকারের

নেমেছিলেন পথ হারানো দলটার দিশা খুঁজে পাওয়ার সময়টাতে। পিটার মুরকে সঙ্গে নিয়ে হ্যারি টেক্টার করছিলেন চেষ্টা।

মুরের বিদায়ে সঙ্গী হন টেক্টরের। এরপরের গল্পটা লড়াই করার, ধৈর্য ধরার, প্রতি আক্রমণেরও।

২০৮ মিনিটের ইনিংসে লরকান টাকার পেয়েছেন সেঞ্চুরির দেখা। কেবল দ্বিতীয় আইরিশ ব্যাটার হিসেবে টেস্টে, নিজের সাদা পোশাকের অভিষেক ম্যাচে।  

৮০ ওভার শেষে বাংলাদেশ দ্বিতীয় নতুন বল নেওয়ার পর তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন টাকার। নতুন বলে তাইজুল ইসলামের করা প্রথম ওভারের দ্বিতীয় বলে দুই রান নিয়ে সেঞ্চুরি করেন তিনি। ২৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল আইরিশরা। পরে ৫১ রানে পাঁচ উইকেট হারানোর পর মাঠে নামেন টাকার।  

আয়ারল্যান্ডের দ্বিতীয় ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি পেলেন তিনি। এর আগে ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন কেভিন ও'ব্রায়েন। ও'ব্রায়েনের সেঞ্চুরিটিও ছিল দলের দ্বিতীয় ইনিংসে।  

১৪৯ বলে ১৩ চার ও ১ ছয়ে তিন অঙ্কে পৌঁছান টাকার। ম্যাকব্রাইনের সঙ্গেও তার জুটি শতরান ছাড়িয়েছে।  

বাংলাদেশ সময় : ১৫৩১ ঘণ্টা, ৬ এপ্রিল, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।