ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

‘এর মানে কি আমি ছাড়া বাংলাদেশের বোলিং চলে না’, প্রশ্ন সাকিবের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
‘এর মানে কি আমি ছাড়া বাংলাদেশের বোলিং চলে না’, প্রশ্ন সাকিবের ছবি: শোয়েব মিথুন

জেমি সিডন্স এসেছিলেন সংবাদ সম্মেলনে, এসেছিলেন অ্যালান ডোনাল্ডও। তাদের দুজনের কেউই ব্যাখ্যা দিতে পারেননি ঠিকঠাক।

সাকিব আল হাসান প্রথম ইনিংসে বোলিংয়ে এসেছিলেন ৬৬তম ওভারে, করেছিলেন কেবল ৩ ওভার। দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারেই চলে আসেন বোলিংয়ে।  

দ্বিতীয় দিন বিকেলে ৭ ওভার বোলিং করে উইকেটও নেন দুটি। কিন্তু পরদিন কেবল ৬ ওভার করেন, চার স্পেলে এসে। এর মধ্যে তিনটি স্পেলই ছিল শুধু এক ওভারের। গতকাল এর ব্যাখ্যা দিতে পারেননি পেস বোলিং কোচ ডোনাল্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা চাওয়া হয় সাকিবের কাছে।  

জবাবে তিনি বলেন, ‘নাহ। ওরকম তো কোনো ব্যাখ্যা নেই। বোলিং কাউকে করতেই হবে এমন কোনো কথা নেই। আপনার কাছে পাঁচ-ছয় রকমের অস্ত্র থাকলে সব অস্ত্র ব্যবহার করার দরকার নেই তো সবসময়। ’ 

দ্বিতীয় দিনে সফল বোলার ছিলেন। ২৭ রানে আয়ারল্যান্ড চার উইকেট হারিয়ে ফেলেছিল, তাতে বড় কৃতিত্ব ছিল সাকিবের। কিন্তু তৃতীয় দিনে ঘুরে দাঁড়ায় আইরিশরা। সারাদিনে ৪ উইকেট হারিয়ে তোলে ২৫৯ রান। এমন সময় কি বোলিংয়ে আসা যেত বলে মনে হয়েছিল? প্রশ্ন শুনে সাকিব বলেন, ‘এটার মানে কি আমি ছাড়া বাংলাদেশ দলের বোলিং চলে না?’ 

এরপর নিজেই দেন উত্তর, ‘আমাদের যথেষ্ট বোলার আছে ২০ উইকেট নেওয়ার মতো, আমার তাদের প্রতি বিশ্বাস আছে। সেটা ওরা করে দেখিয়েছে। বিশেষত এমন একটা জায়গাতে খেলা হয়েছে এ ধরনের পিচে আমরা খুব বেশি খেলি না। প্রথম তিনদিন খুবই ভালো উইকেট ছিল আমি বলবো, মিরপুরে সাধারণত তিনদিন এত ভালো উইকেট থাকে না। এমনকি আজকেও ভালো উইকেট ছিল। ’

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে সাকিবসহ ৬ বোলার নিয়ে খেলতে নামে বাংলাদেশ। এর মধ্যে বহুদিন পর ঘরের মাঠে খেলানো হয় তিন পেসার। সাফল্য পেতে হলে এটিকেই আগামীর পথ বলছেন সাকিব। ছয় বোলার খেলানো প্রসঙ্গে তিনি টেনেছেন বড় দেশগুলোর উদাহরণও।  

তিনি বলেন, ‘আপনার যদি বিশ উইকেট নিতে হয়, বোলিং অপশনটা বেশি নিতে হবে। এটার বিকল্প আসলে নেই। কম বোলিং অপশন তখনই থাকে যখন আপনি রক্ষণাত্মক মানসিকতায় থাকেন। ড্র করার চিন্তা বা কোনো রকম ব্যাটিংটা ভালো করার চিন্তা থাকে। যখন আপনি জিততে চাইবেন পাঁচ বোলার, ছয় বোলারের অপশন নিয়ে খেলবেন। বড় বড় দলগুলো এরকম অবস্থাতেই আছে। বিশেষত আপনি যদি ইংল্যান্ড-ভারতে দেখেন, তাদের পাঁচ-ছয়জন মূল বোলার; ছয়জন ব্যাটার নিয়ে তারা খেলে। ’

ছয় বোলার তার ওপর চাপ কমায় কি না এমন প্রশ্নে সাকিব বলেন, ‘দেখুন, মিরাজও এখনও এরকম ক্যাপেবল ব্যাটার সাত নম্বরে ব্যাট করতে পারে। ও যদি সাত নম্বরে ব্যাট করে আমাদের বোলিং অপশন আরও বেশি হবে। যেটা আমাদের দলের জন্যই ভালো। সবাই যথেষ্ট বিশ্রাম পাবে, চাপ পড়বে না। এখন তাইজুল অনেক বেশি বোলিং করছে। আলহামদুলিল্লাহ ও ভালো করছে। ’

বাংলাদেশ সময় : ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।