ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ধোনির যে ছোঁয়ায় বদলে গেলেন রাহানে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
ধোনির যে ছোঁয়ায় বদলে গেলেন রাহানে

তার পরিচিতি টেস্ট ক্রিকেটার হিসেবেই। ওয়ানডে বা টি-টোয়েন্টিতে বড়জোর ক্ষমতা রাখেন ইনিংস গড়ার।

কিন্তু শনিবার রাতে দেখা গেছে এক ভিন্ন আজিঙ্কা রাহানেকে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। ৭ চার ও ৩ ছক্কার ইনিংসে ২৭ বলে করেছেন ৬১ রান। স্ট্রাইক রেট ছিল ২২৫.৯৩!

মুম্বাইকে সাত উইকেটে হারিয়েছে রাহানের দল চেন্নাই সুপার কিংস। এরপর মাহেন্দ্র সিং ধোনি প্রশংসায় মেতেছেন রাহানের। জানিয়েছেন টুর্নামেন্ট শুরুর আগে দুজনের একটি আলোচনার কথাও। রাহানের জন্য ধোনির পরামর্শ ছিল প্রতি বলে ছক্কা মারতে না যাওয়ার।

চেন্নাই অধিনায়ক বলছিলেন, ‘অনুশীলনের শুরুর দিকেই আমি রাহানের সঙ্গে আলোচনা করেছিলাম। ও একেবারে সহজভাবে আমায় প্রশ্ন করেছিল যে আমার থেকে তুমি কী চাও। আমার মাথায় যেটা ছিল, সেটা ওকে বলেছিলাম। আমি ওকে স্পষ্টভাবে বলেছিলাম যে তোমায় নিজের শক্তি বিচার করে খেলতে হবে। ’

‘তুমি এমন খেলোয়াড় না যে টানা ছক্কা মেরে যাবে। কিন্তু যে ফিল্ডিং সাজানো হয়েছে, সেটা কাজে লাগিয়ে করার ক্ষমতা আছে। বোলারদের পেস ব্যবহারের ক্ষমতা আছে ওর। টেকনিকের দিক থেকে ও অত্যন্ত শক্তিশালীর। ’

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেছিলেন রাহানে। মৌসুমটা একদমই ভালো কাটেনি। ৭ ম্যাচে ১০৩.৯ স্ট্রাইক রেটে করেছিলেন ১৩৩ রান। তবে সেসব ভুলে চেন্নাই অধিনায়ক মন্ত্র জঁপে দিয়েছিলেন উপভোগের।

তিনি বলেন, ‘আমি (রাহানেকে) বলেছিলাম যে মাঠে নেমে উপভোগ করো। বেশি চাপ নিও না। তোমায় হয়ত প্রথম ম্যাচে খেলাতে পারব না। কিন্তু যখনই সুযোগ আসবে, তোমায় সমর্থন করে যাব আমরা। ও যেভাবে ব্যাট করেছে, তাতে আমি অত্যন্ত খুশি। ’

অবশ্য আউট হওয়ায় রাহানে হতাশ বলেই জানান ধোনি, ‘তবে ও যেভাবে আউট হয়েছে, তাতে কিছুটা হতাশ হয়ে পড়েছে। যেটা সবসময় একটা ভালো ইঙ্গিত দেয়। যখন খেলোয়াড় বলে যে আমি আরও কিছুটা ভালো করতে পারতাম, (সেই বিষয়টা সবসময় ভালো হয়)। ’

বাংলাদেশ সময় : ১২১৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৩
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।