অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা বাংলাদেশ ঘরে তুলেছিল ২০২০ সালে। পরের আসরে প্রত্যাশাও ছিল বেশি।
২০২৪ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পরবর্তী আসর। এই টুর্নামেন্টের প্রস্তুতি শিগগিরই শুরু করতে যাচ্ছে বাংলাদেশের যুবারা। জুলাইয়ে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে তারা।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এই সিরিজের মধ্যে দিয়েই ওয়ানডে ফরম্যাটে মনোযোগী হবে বাংলাদেশ দল।
জুলাইয়ের ৩ তারিখ বাংলাদেশে আসার কথা দক্ষিণ আফ্রিকার। এর আগেই অবশ্য আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। এপ্রিলের ২৬ তারিখ আসার কথা রয়েছে তাদের। সিরিজে একটি চার দিনের ম্যাচ সহ ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এমএইচবি/আরইউ