ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

অঙ্কনের সেঞ্চুরিতে সাকিবদের টানা পঞ্চম জয়

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
অঙ্কনের সেঞ্চুরিতে সাকিবদের টানা পঞ্চম জয়

হাফ সেঞ্চুরি করলেন ইমরুল কায়েস, মহিদুল ইসলাম অঙ্কন পেলেন তিন অঙ্কের দেখা। এই ব্যাটার থাকলেন ইনিংসের শেষ অবধি অপরাজিত।

এরপর ব্যাটিংয়ে নেমে পাল্লা দিতে পারেনি সাইনপুকুর ক্রিকেট ক্লাব। শুরুর দিকে জিততে না পারা মোহামেডান পায় টানা পঞ্চম জয়ের দেখা।  

শুক্রবারে সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে সাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৫২ রানে হারিয়েছে মোহামেডান। শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রান করে মোহামেডান। জবাব দিতে নেমে ২২৪ রানে অলআউট হয়েছে সাইনপুকুর।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি মোহামেডানের। ১০ বলে ২ রান করে সাজঘরে ফেরত যান আব্দুল মজিদ। কিন্তু এরপরই দলটি পায় বড় জুটি। ইমরুল কায়েস ও মাহিদুল ইসলাম অঙ্কন যোগ করেন ৯৭ রান। ৭ চার ও ২ ছক্কায় ৯৬ বলে ৬৯ রান করে আউট হয়ে যান ইমরুল। মাসুম খান টুটুলের বলে হাসান মুরাদের হতে ক্যাচ তুলে দেন তিনি।  

তবে অন্যপ্রান্তে দারুণ খেলতে থাকেন মাহিদুল ইসলাম। ইনিংসে শেষ অবধি অপরাজিত থাকেন তিনি, পান সেঞ্চুরির দেখা। ৬ চার ও ৭ ছক্কার ইনিংসে ১২৫ বলে ১২৫ রান করেন তিনি। এছাড়া ২৫ বলে ৩০ রান আসে সাকিব আল হাসানের ব্যাট থেকে।  

অবশ্য দলটির শেষদিকের ব্যাটাররা দলের রান খুব একটা বাড়াতে পারেননি। মাহমুদউল্লাহ রিয়াদ আউট হন ৬ বলে শূন্য রান করে। ২৯ বলে ২৬ রান আসে আরিফুল ইসলামের ব্যাটে। সাইনপুকুরের হয়ে দুই উইকেট করে নেন মেহেদী হাসান রানা ও মাসুম খান টুটুল।  

জবাব দিতে নেমে হাফ সেঞ্চুরি হাঁকান সাইনপুকুরের উদ্বোধনী ব্যাটার খালিদ হাসান। ৬ চার ও ৩ ছক্কায় ৫৭ বলে ৫৬ রান করে জ্যাক লিনটনের বলে আউট হন তিনি। এছাড়া হাফ সেঞ্চুরি পান শুভম শর্মা। ৮ চারে ৭০ বলে ৬৬ রান করেন তিনি। মোহামেডানের হয়ে নাজমুল অপু তিনটি ও দুটি করে উইকেট নেন মুশফিক হাসান ও লিনটট।  

বাংলাদেশ সময় : ১৭১০ ঘণ্টা, ১৪ এপ্রিল, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।