বাংলাদেশের পরের মিশন আয়ারল্যান্ডের বিপক্ষে। কিন্তু তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে।
সাধারণত বিদেশ সফরের আগে খুব একটা ঢাকার বাইরে ক্যাম্প করতে দেখা যায় না। তবে মাস খানেক আগে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। তখনই ওখানে ক্যাম্প করার কথা ভাবনায় আসে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের।
বুধবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমরা যখন সিলেটে খেললাম, মনে হলো ইংল্যান্ডের উইকেটের সাথে এখানের কয়েকটি উইকেটের মিল রয়েছে। আমার মনে হলো সেখানেই অনুশীলন করা উচিত। এছাড়া আবহাওয়ার বিষয়টি তো আছেই। তাছাড়া সিলেটে ইংল্যান্ডের মানের উইকেট পাবো। ’
‘শুধু ইংল্যান্ডের কন্ডিশন নিয়ে ভাবছি না, আমাদের নিজেদের সবদিকে উন্নতির জন্য। আমরা প্রতিপক্ষ ও ফলাফল নিয়ে চিন্তা করছি না। আমরা উন্নতির খুঁজছি, সেটা যেখানেই খেলি না কেন। ’
সিলেটকে বেছে নেওয়ার কারণ জানিয়ে তিনি আরও বলেছেন, ‘সামনে আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে, বিশেষ করে ঘরের বাইরে বেশি খেলতে হবে। এ কারণে উন্নতি করতে সিলেটকে বেছে নেওয়া, আর কিছু নয়। ’
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছয় নম্বরে ব্যাট করতে নামেন মুশফিকুর রহিম। তিনি সফলও হয়েছেন, পেয়েছেন দেশের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি। তাকে নিচে ব্যাটিং করানো নিয়ে জানতে চাইলে হাথুরু বলেন, ‘না, না, লেটস নট টক আবাউট ইট (এখন এটা নিয়ে কথা নয়)। ’
বাংলাদেশ সময় : ১৪২১ ঘণ্টা, ২৬ এপ্রিল, ২০২৩
এমএইচবি