ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আবাহনীর বিপক্ষে মোহামেডানের লক্ষ্য ‘ভালো ক্রিকেট’ খেলা

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
আবাহনীর বিপক্ষে মোহামেডানের লক্ষ্য ‘ভালো ক্রিকেট’ খেলা

পয়েন্ট টেবিলে সবার উপরে থেকেই লিগ পর্ব শেষ করেছে আবাহনী। ১১ ম্যাচের দশটিতেই জিতেছে তারা।

তাদের সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকতে হোঁচট খেলে চলবে না আবাহনীর।

সোমবার থেকে শুরু হচ্ছে সুপার লিগের লড়াই। প্রথম দিনই আবাহনীর প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। লিগ পর্বের দেখায় আবাহনীর কাছে ছয় উইকেটে হারতে হয়েছিল সাদা-কালোদের। তবে ঐতিহ্যের লড়াইয়ে এবার ভালো ক্রিকেট খেলে জিততে চায় মোহামেডান।  

দলের অধিনায়ক ইমরুল কায়েস রোববার মিরপুরে সাংবাদিকদের বলেন, ‘আমরা চেষ্টা করবো ভালো ক্রিকেট খেলার এবং ম্যাচ জেতার। প্রথম রাউন্ডে তারা আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে তাই জিতেছে। একটা সময় আমরা ভালো শুরু পেয়েও ভালোভাবে শেষ করতে পারিনি। ’

‘চেষ্টা করবো আগে যে ভুলগুলো করেছি সেগুলো শোধরানোর। ভালো শুরু পেলে এবার বড় রান করার চেষ্টা করবো। বড় রান করলে অবশ্যই ওদের জন্য প্রেশার থাকবে। দেখা যাক খেলার ফল কালকে দিন শেষে বোঝা যাবে। আগে আসলে বলে কোনো লাভ নাই। আমাদের ভালো ক্রিকেট খেলতে চাই। ’

আবাহনী-মোহামেডান লড়াই মানেই ভিন্ন রকম রোমাঞ্চ। দুই দলের লড়াই ঐতিহ্যেরও। যদিও আগের সেই জৌলুশ এখন আর নেই। মোহামেডান অধিনায়ক বলছেন, পেশাদার ক্রিকেটার হিসেবে নিজেদের পক্ষে ফল আনার চেষ্টাই করবেন তারা।

ইমরুল বলেন, ‘আমরা সবাই সবার বিপক্ষে খেলি। এখানে আবাহনী-মোহামেডান বা অন্য কিছু...নামের জন্য খেলা না। আমরা পেশাদার ক্রিকেটার, চেষ্টা করবো যে দলের সাথে প্রতিশ্রুতিবদ্ধ তাদের জন্য ফল বয়ে আনার জন্য। দিনশেষে যদি ফল আসে অবশ্যই ভালো লাগবে। ’ 

আবাহনী-মোহামেডান দ্বৈরথ নিয়ে তিনি বলেন, ‘যারা খেলে তারাতো ফিল করে আবাহনী-মোহামেডান ম্যাচে ভিন্ন আবহ থাকে প্রত্যেক ম্যাচে। গত কয়েক বছর মোহামেডান হয়তো ভালো করছে না আবাহনীর সঙ্গে, তবে এবার আমরা চেষ্টা করবো। এখনো একটা ম্যাচ আছে। ’

লিগ পর্বের শুরুটা ভালো হয়নি মোহামেডানের। পরে জাতীয় দলের ব্যস্ততা শেষে যোগ দেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, রনি তালুকদাররা। বদলে যাওয়া মোহামেডান টানা ছয় ম্যাচ জিতে উঠে সুপার লিগে। এবার নেই সাকিবরা। তবে ইমরুল বলছেন, সবারই একই অবস্থা।

তিনি বলেন, ‘দেখেন লিগ পর্বে শুরুর দিকে আমাদের কম্বিনেশন ভালো ছিল না। আমরা ভালো খেলিনি, হেরে গিয়েছি। এরপর সাকিব এলো, দলে ভারসাম্যও ফিরলো এবং আমরা খুব ভালোভাবে কামব্যাক করেছি। এখন লক্ষ্য যে পাঁচ ম্যাচ আছে সেখানে ভালোভাবে শেষ করতে পারলে টপ দুই, তিনে থাকতে পারবো। আমাদের লক্ষ্য একটাই আমরা ভালো ক্রিকেট খেলবো। ’

‘প্রত্যেকটা দলেরই একই সমস্যা হবে। কম-বেশি সব দলেরই জাতীয় দলের খেলোয়াড় থাকবে না। শুধু যে আমরা সমস্যা মোকাবিলা করবো তা নয়, সবার জন্যই কম্বিনেশনে সমস্যা হবে। আমার কাছে মনে হয় তাদের (সাকিব-মিরাজ) ব্যাকআপ যাদের নিয়েছি আমরা তারা এখন ভালো করছে। আশা করি ভালো কিছু হবে। ’

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।