ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

জাতীয় দলের সঙ্গে কাজ করবেন না সিডন্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, মে ১, ২০২৩
জাতীয় দলের সঙ্গে কাজ করবেন না সিডন্স

বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আর কাজ করবেন না ব্যাটিং কোচ জেমি সিডন্স। যদিও থাকছেন বিসিবির অধীনেই।

এখন থেকে বাংলাদেশ 'এ' ও বাংলাদেশ টাইগার্স দলের হয়ে কাজ করতে দেখা যাবে তাকে। এক ফেসবুক পোস্টে এমনটা জানিয়েছেন তিনি।

সিডন্স লেখেন, 'সংক্ষিপ্ত ছুটি শেষে ঢাকায় ফিরেছি। এখন থেকে আমি আর বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করবো না। যেহেতু আমি মনে করি, দলের বাইরে থাকা আগামী প্রজন্মের খেলোয়াড়দের ভালোভাবে দেখাশোনা ও দেশের হয়ে খেলতে পরবর্তী সুযোগের জন্য তাদের উন্নতি নিশ্চিত করাটাই বিসিবির জন্য সেরা প্রতিদান হবে আমার। আমি তরুণদের কোচিং করাতে ভালোবাসি।  বিসিবি ও আমি সেই সিদ্ধান্তই নিয়েছি! জাতীয় দলের সঙ্গে কাজ করার যে মর্যাদা সেটা আমার ভালো লাগে, তবে বেশিরভাগ স্কিল ডেভলপমেন্ট, উন্নতি এবং অনুশীলন হয় নেটে। ভবিষ্যৎ খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশ 'এ' দল ও বাংলাদেশ টাইগার্সের হয়ে কাজ করতে মুখিয়ে আছি আমি। '

গত বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান সিডন্স। কিন্তু দায়িত্বের শুরু থেকেই সমালোচনা পিছু লাগে তার। এমন অভিযোগ আছে, তার কোচিং মেথড অনেকটা সেকেলে ধরনের। গুঞ্জন আছে, সেজন্যই জাতীয় দল থেকে তাকে অব্যাহতি দিয়েছে বিসিবি। এদিকে, ২০০৭ থেকে  ২০১১ পর্যন্ত চার বছর বাংলাদেশের হেড কোচ ছিলেন এই অস্ট্রেলিয়ান।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৩

এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।