ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় ওয়ানডেও ভেসে গেল বৃষ্টিতে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, মে ২, ২০২৩
বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় ওয়ানডেও ভেসে গেল বৃষ্টিতে

বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেও ভেসে গেল বৃষ্টিতে। এর আগে সোমবার (২৯ এপ্রিল) আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে লঙ্কান মেয়েরা যখন ১৫২ রান সংগ্রহ করে তখন নেমে আসে বৃষ্টি।

পরবর্তীতে না থামলে ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।

আজ কলম্বোর পি সারা ওভালে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার কথা ছিলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার মেয়েদের। কিন্তু বৃষ্টির কারনে মাঠে নামতেও পারেনি কেউই। টসও হয়নি। যে কারণে পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল।  

এই নিয়ে উইমেন’স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের টানা চার ম্যাচ পরিত্যক্ত হলো বৃষ্টির কারণে। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে নিউজিল্যান্ড সফরে গিয়ে শেষ দুই ম্যাচের পরিণতি হয় একই। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বৃহস্পতিবার (৫ মে) মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।  

ওয়ানডে সিরিজ শেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশের মেয়েরা। যেটি শুরু হবে ৯ মে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মে ০২, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।