আগামী মাসের শুরুর দিকে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফানিস্তান। সেটিকে সামনে রেখে পূর্ণশক্তির দল ঘোষণা করেছে দলটি।
জুন মাসের ২ তারিখ হাম্বানটোটায় অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। একই মাঠে ৪ ও ৭ জুন বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। গত বছরের নভেম্বরের পর এই ফরম্যাটে আবার একই প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ দিয়ে ফিরছে আফগানরা।
সবশেষ সফরে থাকা দলে থাকা গুলবাদিন নাইব, জিয়া উর রহমান আকবর, ইয়ামিন আহমাদজাই, শহিদউল্লাহ কামালরা এবার থাকছেন রিজার্ভে। বর্তমানে আইপিএলে ব্যস্ত সময় পার করা রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজ, নুর আহমেদ, ফজলহক ফারুকি রয়েছেন দলে। মোহাম্মদ নবি, মুজিব উর রহমানও থাকবেন লঙ্কানদের বিপক্ষে।
একনজরে আফগানিস্তান স্কোয়াড: হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ, আব্দুল রহমান, ফজলহক ফারুকি, ফরিদ আহমেদ মালিক।
রিজার্ভ: গুলবাদিন নাইব, শহিদউল্লাহ কামাল, ইয়ামিন আহমেদজাই, জিয়া উর রহমান আকবর
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মে ১৫, ২০২৩
আরইউ