পাকিস্তানের ছুড়ে দেওয়া লক্ষ্যটা খুব বড় ছিল না। তাড়ায় নেমে অনেকটা পথ ভালোভাবেই এগিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
পাকিস্তান অনুরধ-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষটিতে আজ রাজশাহীতে ৮০ রানে হেরেছে স্বাগতিকরা। আগে ব্যাট করে ৮ উইকেটে ২৪৪ রান সংগ্রহ করেছিল সফরকারীরা। জবাবে ১৬৪ রানেই গুঁটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
লক্ষ্যের পথে ছুটতে গিয়ে শুরুটা খুবই নড়বড়ে হয় বাংলাদেশের। ৩৮ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর অধিনায়ক আহরার আমিন ও মোহাম্মদ শিহাব জেমস মিলে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেন। দুজনে মিলে যোগ করেন ৮৩ রান।
কিন্তু ৫৮ বলে ৫৩ রান করে আহরার বিদায় নিলে ফের ধসের মুখে পড়ে যুবাদের ব্যাটিং লাইনআপ। একপ্রান্তে শিহাব হাল ধরলেও কেউ তাকে সঙ্গ দিতে পারেননি। দলীয় ১৬৪ রানে রান আউট হয়ে সপ্তম উইকেট হিসেবে বিদায় নেন শিহাব। তার ৫৬ রানের ইনিংসটি দলের সর্বোচ্চ।
এর আগে হামজা নওয়াজ ও শাহজাইব খানের ফিফটিতে ভর করে মাঝারি সংগ্রহ দাঁড় করায় পাকিস্তানের যুবারা। ৭৬ বলে ৭২ রান করেন নওয়াজ এবং শাহজাইব খেলেন ৯৩ বলে ৬৭ রানের ইনিংস। এছাড়া ওপেনার আজান আওয়াইজ ৪১ ও আরাফাত মিনহাজ ৪০ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২৪৪/৮ (হামজা ৭২, শাহজাইব ৬৭; মাহফুজ রহমান রাব্বি ৪২/৪, একান্ত শেখ ৪৭/২)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৩৬.৩ ওভারে ১৬৪/১০ (আহরার ৫৩, শিহাব ৫৬; আলী আসফান্ড ২৪/৩, আরাফাত মিনহাজ ২০/৩)
ফলাফল: পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৮০ রানে জয়ী।
সিরিজ: পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৪-১ ব্যবধানে জয়ী।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এমএইচএম