ধনঞ্জয়া ডি সিলভার অলরাউন্ড নৈপুণ্যে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা। দ্বিতীয় ওয়ানডেতে ১৩২ রানের বড় জয় পায় তারা।
হাম্বানটোটায় টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ৩২৩ রান তোলে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৭৮ রান করেন কুশল মেন্ডিস। ফিফটির দেখা পেয়েছেন দিমুথ করুনারত্নেও। ৬২ বলে ৭ চারে ৫২ রান করেন বাঁহাতি এই ওপেনার। এছাড়া পাথুম নিসাঙ্কার ৪৩, সাদিরা সামারাভিক্রমার ৪৪ ও ওয়ানিন্দু হাসারাঙ্গার ১২ বলে ২৯ রানের ক্যামিও ইনিংসে তিনশ ছাড়ানো সংগ্রহ পায় লঙ্কানরা।
জবাব দিতে নেমে ইব্রাহিম জাদরান ও হাশমতউল্লাহ শাহিদির ব্যাটে ভালোই এগোচ্ছিল আফগানিস্তান। কিন্তু ৪৫ রানের ব্যবধানে শেষ ৮ উইকেট হারিয়ে বড় পরাজয়ের মুখে পড়ে তারা। গুটিয়ে যায় ১৯১ রানেই। সর্বোচ্চ ৫৭ রান করেন শাহিদি, ইব্রাহিম ফেরেন ৫৪ রানে। শ্রীলঙ্কার হয়ে ধনঞ্জয়া ছাড়াও তিন উইকেট নেন হাসারাঙ্গা।
এদিকে, তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ জুন। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারায় আফগানিস্তান।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জুন ০৪, ২০২৩
এএইচএস