ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

‘খেলোয়াড়রা এখন যথেষ্ট পরিণত’— আফগানিস্তানের সঙ্গে হারের স্মৃতি নিয়ে নান্নু

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, জুন ৫, ২০২৩
‘খেলোয়াড়রা এখন যথেষ্ট পরিণত’— আফগানিস্তানের সঙ্গে হারের স্মৃতি নিয়ে নান্নু

দিন দশেক পর আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে সিরিজের একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে ঘুরেফিরে আসছে ২০১৯ সালের স্মৃতি।

সেবার প্রথমবারের মতো সাদা পোশাকে আফগানদের মুখোমুখি হয়ে হেরেছিল বাংলাদেশ, তাও আবার ঘরের মাঠে।

এবার আবারও রশিদ খানদের বিপক্ষে বেশ বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে লিটন দাসদের। রোববার ম্যাচটির জন্য স্কোয়াড ঘোষণা করা হয়। আর আজ সোমবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলছেন, ওই সময়ের চেয়ে ক্রিকেটাররা এখন বেশি পরিণত।

নান্নু বলেন, ‘আমরা অনেকদিন আগে খেলেছি। আমাদের ক্রিকেটাররা এখন যথেষ্ট ম্যাচিউরড। যথেষ্ট অভিজ্ঞ। এই টেস্টে অবশ্যই নিজেদের সেরাটা দিতে পারলে, ভালো রেজাল্টটাই আমরা পাবো। ’

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দল নিয়ে তিনি বলেন, ‘একটা টেস্ট ম্যাচ আমাদের আফগানিস্তানের সঙ্গে। ভেরি চ্যালেঞ্জিং কন্ডিশন। এখন যথেষ্ট গরম। সব কিছু মিলিয়ে বেস্ট পসিবল সাইড আমরা দাঁড় করিয়েছি। আমরা আশা করছি, আফগানিস্তানের বিপক্ষে আমরা বেস্ট ক্রিকেটটাই খেলব। ’

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে অনেকটা চমকই বলা যায় ব্যাটার শাহাদাৎ হোসেন দীপু ও পেসার মুশফিক হাসানকে। তারা দুজন অনেকদিন ধরেই নজরে ছিলেন বলে দাবি নান্নুর। মুশফিক ও দীপু নিজেদের মেলে ধরতে পারবেন বলেও বিশ্বাস তার।

নান্নু বলেন, ‘শাহাদাত দিপু ও মুশফিক হাসান দুইজনই আমাদের এইচপি ইউনিটে কাজ করছে। এইচপির ক্রিকেটার ওরা। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী, লাল বলের ক্রিকেটে সুযোগ পেলে ওরা নিজেদের মেলে ধরবে। ’

‘কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু ব্যাটারকে দেখতে হয়। আমরা মনে করি, আন্তর্জাতিক অঙ্গনে ওর যথেষ্ট ক্ষমতা আছে। এসব টেকনিক্যাল দিক বিবেচনা করে নেওয়া হয়েছে। মুশফিক হাসানের ধারাবাহিকভাবে ভালো বল করার ক্ষমতা আছে। আশা করছি, দুইজনই সুযোগ পেলে নিজেদের মেলে ধরতে পারবে। ’

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জুন ০৫, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।