ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

পিঠের পুরোনো ব্যথা ফিরেছে তামিমের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জুন ৯, ২০২৩
পিঠের পুরোনো ব্যথা ফিরেছে তামিমের

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে আগেই ছিটকে গিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। তার বদলে লিটন দাসের নেতৃত্বে ঘোষণা করা হয়েছে স্কোয়াড।

১৪ জুন থেকে টেস্ট শুরু হবে, এর মধ্যে শঙ্কায় অধিনায়ক তামিম ইকবাল।

বৃহস্পতিবার জাতীয় দলের অনুশীলনেও ছিলেন না তামিম। জানা গেছে, পুরোনো পিঠের ব্যথা ফিরে এসেছে তার। এজন্য এই বাঁহাতি ব্যাটার আছেন বিশ্রামে। যদিও এখনই তার খেলা নিয়ে কোনো সংশয় দেখছেন না বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

বাংলানিউজকে তিনি বলেন, ‘তামিমের পিঠের ব্যথাটা আবার ফিরেছে। এখন ও বিশ্রামে আছে, চিকিৎসা চলছে। ম্যাচের এখনও চার-পাঁচদিন বাকি আছে। খেলতে পারবে কি না এটা এখনই বলা কঠিন আসলে। ’

এর আগে সর্বশেষ ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ ইনজুরির কারণে মিস করেন তামিম। এরপর ফেরেন আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে। আফগানদের বিপক্ষে ১৪ জুন থেকে মিরপুর টেস্টে লড়বে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জুন ৯, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।