ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

স্ত্রীকে সেঞ্চুরি উৎসর্গ করে শান্ত বললেন, ‘এই একশটা তোমার জন্য’

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
স্ত্রীকে সেঞ্চুরি উৎসর্গ করে শান্ত বললেন, ‘এই একশটা তোমার জন্য’ ছবি: শোয়েব মিথুন

‘এটা কি ও দেখবে?’ প্রশ্নকর্তার কাছে নিশ্চিত হতে চাইলেন নাজমুল হোসেন শান্ত। আশ্বস্ত করতেই স্ত্রীর উদ্দেশ্যে শান্ত বললেন কথাগুলো।

লম্বা সময় ধরে খারাপ সময় কাটিয়েছেন। এখন শান্তর ব্যাটে দেখা মিলছে সেঞ্চুরির। এই ব্যাটার আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টেও শতক হাঁকিয়েছেন।  

এই ফরম্যাটে অবশ্য এর আগেও দুটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শান্ত। কিন্তু শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে দুটি সেঞ্চুরিই তার দেশের বাইরে। ওয়ানডেতেও দেশে কোনো সেঞ্চুরি করতে পারেননি তিনি। কয়েকদিন আগে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে ব্যাটে চুমু এঁকে সেটি উড়িয়ে দিয়েছিলেন, একই কাজ করেছেন আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পরও।

এই সেঞ্চুরি কি কাউকে উৎসর্গ করতে চান? ব্রডকাস্টার টি-স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে শান্তকে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেন, ‘এটা তো আগে চিন্তাও করিনি। এখন হঠাৎ করে আপনি প্রশ্ন করলেন...’ তাকে ভাবনার সময় দেওয়া হলে এরপর শান্ত বলেন,এই একশটা আমার মনে হয় যে স্ত্রীর জন্য। এখন অবধি ওকে নিয়ে কিছু বলা হয়নি। ’

এরপরই দারুণ এক গল্প বলেন শান্ত। তিনি বলেন, ‘আমার মনে হয় সেঞ্চুরিটা খুবই স্পেশাল। বিশেষ করে এটা তোমার (স্ত্রীর) জন্য। আমার স্ত্রী, আমার সব থেকে কাছের মানুষ। এটার পেছনে কারণ হলো তুমি সবসময় বলতে যে তুমি কী ক্রিকেটার, দেশের বাইরে একশ করো, দেশে করতে পারো না। আমার মনে হয় আজকে দেশে করতে পারলাম। এই একশটা তোমার জন্য। ’

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।