ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

জাকির-শান্তর দাপুটে শুরু, ৪০০ ছাড়াল লিড

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
জাকির-শান্তর দাপুটে শুরু, ৪০০ ছাড়াল লিড ছবি: শোয়েব মিথুন

আগের দিন শেষ বিকেলে ব্যাট হাতে যে দাপট দেখিয়েছেন জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত; তা আজ সকালেও দেখাচ্ছেন তারা। আর তাতে ভর করে এরইমধ্যে বাংলাদেশের লিড ৪০০ ছাড়িয়ে গেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশের সংগ্রহ ২৮ ওভারে ১ উইকেট হারিয়ে ১৬৫ রান, লিড ৪০১ রানের।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। প্রথম ইনিংসে ৩৮২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ১৪৬ রানেই শেষ হয় আফগানদের প্রথম ইনিংস। ২২৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ১৩৪ রান করে স্বাগতিকরা।  

৩৭০ রানে এগিয়ে থেকে আজ তৃতীয় দিন সকালে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা। আগের দিন ৫৪ রানে অপরাজিত থাকা জাকির হাসান ও ৫৫ রানে অপরাজিত থাকা নাজমুল হোসেন শান্ত দুজনেই পেয়েছেন দারুণ শুরু।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
এমএইচএম
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।