ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টি বাধায় রিজার্ভ ডেতে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
বৃষ্টি বাধায় রিজার্ভ ডেতে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল

নারী ইমার্জিং এশিয়া কাপের আটটি ম্যাচ ভেসে গিয়েছে বৃষ্টিতে। বিরূপ এই আবহাওয়ার কারণে মাঠে গড়াতে পারছে না সেমিফাইনালও।

আজ দুইটি সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তান ও ভারত-শ্রীলঙ্কার।  

হংকংয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টটিতে বৃষ্টি বাধা চলছেই। তাইতো রিজার্ভ ডে’তে গড়াল সেমিফাইনাল দুইটি। আগামীকাল (মঙ্গলবার) মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান ও ভারত-শ্রীলঙ্কা।  

৯৭ রানের বড় ব্যবধানে মালয়েশিয়াকে হারিয়ে এবারের আসর শুরু করে বাংলাদেশ। গ্রুপ পর্বে পরবর্তী দুই ম্যাচে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বৃষ্টির কারণে মাঠে নামাতে পারেনি তারা। ৩ ম্যাচে তাই ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে ওঠে দলটি।

‘এ’ গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান উঠে শেষ চারে। দুই দলেরই দুটি করে ম্যাচ পরিত্যক্ত হয়, জয় একটি করে। সমান ৪ পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত, রানার্স আপ পাকিস্তান। আগামী বুধবার মাঠে গড়াবে মেয়েদের এই টুর্নামেন্টের ফাইনাল।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।