ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

বাগদত্তার পাশে থাকতে চাকরি ছাড়লেন ক্যালেফাতো

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জুন ২২, ২০২৩
বাগদত্তার পাশে থাকতে চাকরি ছাড়লেন ক্যালেফাতো

প্রথম দফায় চাকরি ছাড়ার পর আবার এসেছিলেন বাংলাদেশে। এবার অবশ্য জুলিয়ান ক্যালেফাতো এসেছিলেন বিসিবির রিহ্যাব সেন্টারের প্রধান হয়ে।

তবে ক্যানসার আক্রান্ত বাগদত্তার পাশে থাকতে বাংলাদেশ থেকে চলে যাচ্ছেন তিনি।  

অসুস্থ বাগদত্তার পাশে থাকতে বিসিবির চাকরি ছেড়েছেন ক্যালেফাতো। আগামী ৩০ জুন বাংলাদেশ ছাড়বেন তিনি। এরই মধ্যে ক্যালেফাতোর বিকল্প খুঁজতে শুরু করেছে বিসিবি, এমনটি জানা গেছে।  

২০১৯ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো জাতীয় দলের ফিজিও হিসেবে বাংলাদেশে আসেন ক্যালেফাতো। বছর খানেক পর চাকরি ছেড়ে দেন ইতালিয়ান বংশোদ্ভূত এই দক্ষিণ আফ্রিকান। ২০২২ সালের আগস্টে দ্বিতীয় দফায় বাংলাদেশে ফেরেন তিনি।  

এ বছরের জানুয়ারিতে পুনর্বাসন কেন্দ্রের (রিহ্যাব সেন্টার) প্রধানের দায়িত্ব পান ক্যালেফাতো। তার অধীনেই তাসকিন আহমেদ-সাকিব আল হাসানদের পুনর্বাসন চলছিল। এখন তার চলে যাওয়াতে বিকল্প খুঁজছে বিসিবি।

বাংলাদেশ সময় : ১৭১৫ ঘণ্টা, জুন ২২, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।