ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিংয়ে ছোটখাটো বদল এনেছেন তামিম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
ব্যাটিংয়ে ছোটখাটো বদল এনেছেন তামিম

কোমরের অস্বস্তি তামিম ইকবালকে ফেলেছে ভালো বিপদেই। খেলতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে টেস্টে।

ওয়ানডেতেও খেলতে পারবেন কি না, সেই নিশ্চয়তা মেলেনি এখনো। তবে চোটের এই অস্বস্তির ভেতরই তামিম ব্যাটিংয়ে কিছুটা বদল এনেছেন বলে জানিয়েছেন জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাস।

মিরপুর টেস্টের তৃতীয় দিন থেকেই ব্যাটিং অনুশীলনে ফেরেন তামিম। পরে সাদা বলের ক্রিকেটারদের তিনদিনের ক্যাম্পেও ছিলেন তিনি। তামিমের ব্যাটিংয়ে কিছু পরিবর্তন আনার কথা শনিবার মিরপুরে সাংবাদিকদের জানান পোথাসও। পরে কী বদল এনেছেন? এমন প্রশ্নের উত্তর দিতে রাজি হননি পোথাস।

তিনি বলেন, ‘আমি যতটুকু দেখেছি তামিম ভালোই খেলছিল। আমরা কিছু ছোট পরিবর্তন এনেছি আর সে খুবই ভালো খেলছে। মেডিকেলের দিক থেকে, আমি মন্তব্য করতে পারবো না। আমি ডাক্তার না। এজন্য সেই বিচারটা করতে পারবো না। কিন্তু ক্রিকেটের দিক থেকে সে খুব ভালো অবস্থায় আছে। ’
বাংলাদেশ দলের শেষদিকের ব্যাটাররা খুব একটা ভরসা জোগাতে পারেননি। এ নিয়ে বেশ ভুগতেও হয়। কয়েকদিন ধরে তাসকিন আহমেদের সঙ্গে ব্যাটিং নিয়ে লম্বা সময় কাজ করেছেন পোথাস। তাসকিনের ব্যাটিং কেমন দেখেছেন?

পোথাস বলেন, ‘আমার মনে হয় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে শুধু তাসকিন না, সাত আটের পরে আসা সব ব্যাটারেরই অনেক কঠিন কাজ করতে হয়। শেষদিকে তাদের হয়তো মারতে হয়, না হলে ব্যাটারকে সঙ্গ দেওয়া লাগে। তাদের যে পরিমাণ সিদ্ধান্ত নিতে হয়, এটা কঠিন। ’

‘আমরা তাদের এসব দিকে সাহায্য করছি আর ব্যাটাররাও আরেক প্রান্ত থেকে করবে। কিন্তু আমরা চাচ্ছি আমাদের মিডল থেকে লোয়ার অর্ডারের ব্যাটারদের যতটুকু সম্ভব ভালো করতে। তাদের না পারার কোনো কারণ নেই, কারণ ওদের মধ্যে স্কিল আছে। তাসকিন খুব খুব ভালো ব্যাটার, রেকর্ডও ভালো। সে আগেও এসব জায়গায় রান করেছে। ও অনেক শক্তিশালী, বল জোরে মারতে পারে। ’

বাংলাদেশ সময় : ১৬৪৪ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।