ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

মেয়েদের ক্রিকেট নিয়ে ধৈর্য ধরার পরামর্শ হাসান তিলকরত্নের

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
মেয়েদের ক্রিকেট নিয়ে ধৈর্য ধরার পরামর্শ হাসান তিলকরত্নের সংগৃহীত ছবি

আগামী মাসের শুরুতেই ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। দুই ফরম্যাটেই তিন ম্যাচের সিরিজের সব ম্যাচ হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এর প্রস্তুতিতে শনিবার থেকে নেমে পড়েছে টাইগ্রেসরা।

রোববার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন নারী দলের হেড কোচ হাসান তিলকরত্নে। দেশের ক্রিকেটে প্রথম শিরোপা এসেছিল মেয়েদের হাত ধরেই। ২০১৮ সালে শক্তিশালী ভারতকে হারিয়েই সালমা খাতুনরা জিতেছিলেন এশিয়া কাপ। এবার কি আরও কিছু অর্জনের পালা?

এমন প্রশ্নে তিলকরত্নে বলেছেন, ‘তাদের অভিজ্ঞতা আছে, সব ধরনের চ্যালেঞ্জ জয় করার পদ্ধতি জানা আছে। তবে মেয়েদের ক্রিকেটে তুলনামূলক বেশি ধৈর্য ধরতে হয়। এটি ছেলেদের ক্রিকেটের মতো হয়। তাদের কিছুটা স্পেস দরকার হয়, সেই আত্মবিশ্বাসটা লাগে। তাদেরকে এটি দিতে হবে। আমি নিশ্চিত তারা মানসিক দিক থেকে ভালো অবস্থায় আছে। তাদের সমর্থন দিন, সঙ্গে থাকুন, উৎসাহ জোগান। আমি নিশ্চিত তারা সময়ের সঙ্গে সঙ্গে রোমাঞ্চকর ফল বয়ে আনবে। ’

এবার ভারতের বিপক্ষে সব ম্যাচ মিরপুরেই খেলবে নিগার সুলতানা জ্যোতিরা। ঘরোয়া ও আন্তর্জাতিক কোথাওই হোম অব ক্রিকেটের মাঠটিতে খুব বেশি খেলতে দেখা যায় না তাদের। দলের হেড কোচ জানিয়েছেন, শেরে বাংলায় খেলার অপেক্ষায় আছে মেয়েরাও।

তিনি বলেন, ‘আমার মতে দলের সবাই এই মাঠে খেলার অপেক্ষা করছে। সিরিজের আগে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছে মেয়েরা। এতে করে সুযোগ-সুবিধা ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবে ওরা। তো এটি ইতিবাচক বিষয়। ’

‘আমি যেমনটা বললাম, প্রক্রিয়া ধরে রাখা ও কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করা গুরুত্বপূর্ণ। ইতিবাচক ফলাফল এত সহজে আসবে না। আমাদের সে অনুযায়ী কাজ করতে হবে, নিবেদন থাকতে হবে এবং সেরা ক্রিকেটটা খেলতে হবে। আমি মনে করি, মেয়েরা খুব আত্মবিশ্বাসী এবং এই সিরিজটির অপেক্ষা করছে। ’

বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে এখন পালা বদলের হাওয়া বইছে। সালমা খাতুন, রুমানা আহমেদের মতো অভিজ্ঞরা বাদ পড়েছেন। দলে ঢুকেছেন অনূর্ধ্ব-১৯ এ দারুণ করা বেশ কয়েকজন ক্রিকেটাররা। সবমিলিয়ে তরুণ প্রতিভাদের নিয়ে আশাবাদী তিলকরত্নে।

তিনি বলেন, ‘তরুণ প্রতিভাবান মেয়েরা আসছে এবং অভিজ্ঞরাও আছে। এত তরুণ মেয়েরা এগিয়ে আসছে, এটি দেখা সবসময়ই দারুণ। তারা খুবই প্রতিভাবান ও স্কিলড। তাদেরকে ঠিকঠাক এগিয়ে নিতে হবে এবং সতর্কতার সঙ্গে ট্রেনিং করাতে হবে। আন্তর্জাতিক মঞ্চের আত্মবিশ্বাসটা দিতে হবে। আমরা এখন সেটিই করছি। বিশেষ করে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর অনেক তরুণ ও প্রতিভাবান মেয়েরা আসছে। এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য ইতিবাচক দিক। ’

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।