ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

৯ হাজারি ক্লাবে সাঙ্গাকারার পর দ্রুততম স্মিথ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
৯ হাজারি ক্লাবে সাঙ্গাকারার পর দ্রুততম স্মিথ

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলটি গুটিয়ে যায় ৪১৬ রানে।

যেখানে সেঞ্চুরি হাঁকিয়ে সর্বোচ্চ রান করা স্টিভেন স্মিথ করেন ১১০ রান। সঙ্গে দারুণ এক রেকর্ডও গড়েন।  

টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে স্মিথ পৌঁছালেন ৯ হাজার রানের ঠিকানায়। ৯৯ ম্যাচের ১৭৪ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এই তালিকায় তার ওপরে কেবল রয়েছেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটার কুমার সাঙ্গাকারা। ২০১১ সালের নভেম্বরে ১৭২তম টেস্ট ইনিংসে এই কীর্তি গড়েছিলেণ লঙ্কান কিংবদন্তি।   

অস্ট্রেলিয়ার জার্সিতে ৯ হাজারি ক্লাবে তৃতীয় স্মিথ। সব দেশ মিলিয়ে তিনি এই তালিকায় ১৭তম।  

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
আরইউ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।