খুলনা: খুলনায় হানা দিয়েছে বৃষ্টি। প্রকৃতির বাধায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার খেলা এখন বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৯টায় শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ৫০ মিনিট পর খেলা শুরু হয়। ৩ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি এসে বাগড়া দিয়ে বসে। বন্ধ হয়ে যায় খেলা। দুপুর ১২টা বেজে গেলেও খেলা আর মাঠে গড়়ায়নি।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ম্যাচের প্রথম ওয়ানডে ম্যাচে টসে বাংলাদেশ জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিং করার আহবান জানায়।
শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামের ভেন্যু ইনচার্জ মোস্তাফিজুর রহমান রাসেল বাংলানিউজকে বলেন, সকাল ৯টা ৫০ মিনিটে খেলা শুরু হয়ে ৩ ওভার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। ব্যাটিং রয়েছে দক্ষিণ আফ্রিকা ।
এদিকে ৯ জুলাই খুলনায় দ্বিতীয় ওয়ানডে ও ১১ জুলাই তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। ১২ জুন উভয়দল রাজশাহীর উদ্দেশ্যে সড়ক পথে খুলনা ছেড়ে যাবে। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে গড়াবে সিরিজের শেষ দুই ওয়ানডে, ১৪ ও ১৭ জুলাই। পাঁচ ম্যাচের সফর শেষ করে দক্ষিণ আফ্রিকা যুবদল বাংলাদেশ ছাড়বে ১৮ জুলাই।
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
এমআরএম/আরইউ