ঢাকা: ২০০৭-২০২৩ অবধি লম্বা ক্যারিয়ার তামিম ইকবালের। এই পথচলার ইতি টেনেছেন তিনি।
দুজনের বন্ধুত্বের খবরও অজানা নয়। মাঠে ও মাঠের বাইরে স্পষ্ট হয়েছে সেসব। এর আগে দুজনই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলেছিলেন। এবার তামিম ইকবাল জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটই আর চালিয়ে যাবেন না। বন্ধুর এমন সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন মুশফিকুর রহিম।
ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমরা একসঙ্গে দারুণ স্মৃতি ভাগাভাগি করেছি, সাফল্য উদযাপন করেছি। একসঙ্গে জিতেছি, কঠিন সময় কাটিয়েছি। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমরা আর একই ড্রেসিংরুম ভাগাভাগি করব না, আমাদের দেশকে জেতাব না। তোর কৃতিত্ব ও যেভাবে চলে গেলি; তাতে আমি গর্বিত, আমি তোর পাশে আছি। ’
তিনি আরও লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটের জন্য যা কিছু করেছিস, তার জন্য করতালি। বিদায় আমার বন্ধু, আমার চোখে এই দেশের সেরা ব্যাটার তুই। সত্যিই আমি তোকে নিয়ে অনেক গর্বিত। ’
বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৩
এমএইচবি/এসআইএ