ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বড় হারে সিরিজ শুরু বাংলাদেশের মেয়েদের

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
বড় হারে সিরিজ শুরু বাংলাদেশের মেয়েদের ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশের ব্যাটাররা শুরুতে আশা জাগিয়েও গড়তে পারলেন না বড় সংগ্রহ। এরপর বোলিংয়ে প্রথমেই সাফল্য এনে দেন মারুফা আক্তার।

উইকেটের দেখা পান সালমা খাতুনও। কিন্তু স্মৃতি মান্ধানা আর হারমানপ্রিত কৌরের ব্যাটে চড়ে সহজ জয় পেয়েছে ভারত।

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত নারী দল। ম্যাচে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়েছে সফরকারীরা। শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ২২ বল আগেই জয় পায় সফরকারীরা।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভার মেডেন দেয় বাংলাদেশ। পূজা বাস্ত্রেকারের ছয় বলের কোনোটিতেই রান নিতে পারেননি সাথী রাণী। এরপরই ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় স্বাগতিক মেয়েরা। ইনিংসে পঞ্চম ওভারে গিয়ে আউট হন উদ্বোধনী ব্যাটার শামীমা সুলতানা।  

আউট হওয়ার আগের দুই বলে ছক্কা ও চার হাঁকান। ১৩ বলের ইনিংসে ১৭ রান করে জেমাইমা রদ্রিগেজের হাতে ক্যাচ তুলে দেন শামীমা। আরেক উদ্বোধনী ব্যাটার সাথী রানি ফেরেন পূজার বলেই। এর আগে ৪ চারে ২৬ বলে ২২ রান করেন তিনি।

মাঝে তিন নম্বরে খেলতে নেমে ভালো শুরু পান সোবহানা মোস্তারি। কিন্তু এই ব্যাটারও ৩৩ বলে ২২ রান করে স্টাম্পিংয়ের শিকার হন শেফালী ভার্মার বলে। বাংলাদেশ দলের জন্য বড় ক্ষতি হয় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির রান আউটে।  

৭ বলে ২ রান করে সুবহানার সঙ্গে ভুল বুঝাবুঝিতে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। এরপর বাংলাদেশ উইকেট না হারালেও রান করতে পারেনি দ্রুতগতিতে। ২৮ বলে দুই ছক্কায় ২৮ রান করে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার। ১৩ বলে ১১ রান আসে রিতু মণির ব্যাট থেকে।

জবাব দিতে নেমে ভারতকে শুরুতে ধাক্কা দেন মারুফা আক্তার। ইনিংসের তৃতীয় বলটি শেফালি ভার্মার প্যাডে লাগে, আম্পায়ার আউট দেন। এরপর জেমাইমা রদ্রিগেজকে সাজঘরে ফেরান সুলতানা খাতুন। ১৪ বলে ১১ রান করেন এই ব্যাটার।

এরপর হারমানপ্রিতকে নিয়ে দলকে এগিয়ে নেন স্মৃতি মান্ধানা। মাঝে হারমানপ্রিতের ক্যাচ ছাড়েন সুলতানা খাতুন। তিনিই দারুণ এক বলে আউট করেন স্মৃতিকে। এগিয়ে এসে খেলতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হওয়ার আগে এই ব্যাটার ৫ চারে ৩৪ বলে করেন ৩৮ রান। ৬ চার ও ২ ছক্কায় ৩৫ বলে ৫৪ রান করে ম্যাচ শেষ করে আসেন হারমানপ্রিত।  

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।