গত বছরের ফেব্রুয়ারিতে তিন সংস্করণেই ভারতের অধিনায়ক হন রোহিত শর্মা। তখন তার প্রতি প্রত্যাশার মাত্রাটা আকাশচুম্বী ছিল কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারের।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, টি-টোয়েন্টি বিশ্বকাপসহ আইসিসির কোনো আসরেই রোহিতের অধীনে সাফল্য পায়নি ভারত। দ্বিপাক্ষিক সিরিজে ঘরের মাঠে সাফল্য পেলেও দেশের বাইরে অনেকটাই নিষ্প্রভ। তাই কোচিং স্টাফ ও অধিনায়কের মাঝে দায়বদ্ধতার অভাব দেখছেন গাভাস্কার।
সাবেক এই ভারতীয় ক্রিকেটার বলেন, ‘রোহিতের কাছে আমি আরও বেশি প্রত্যাশা করেছিলাম। ভারতে ব্যাপারটা ভিন্ন তবে আসল পরীক্ষাটা হলো দেশের বাইরে ভালো করা। এই জায়গায় সে আমাকে কিছুটা হতাশ করেছে। এমন টি-টোয়েন্টি ফরম্যাটেও, আইপিএলের সব অভিজ্ঞতা, শত শত ম্যাচে অধিনায়কত্ব ও আইপিএলের সেরা খেলোয়াড়দের মিশ্রণে দল গড়েও ফাইনাল খেলতে না পারাটা হতাশার। ’
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারের পর প্রস্তুতির অভাবের কথা বলেছিলেন রোহিত। তবে এনিয়ে গাভাস্কারের তোপের মুখে পড়েছেন তিনি। গাভাস্কার বলেন, ‘কেমন প্রস্তুতির কথা আমরা বলছি? এখন তারা ওয়েস্ট ইন্ডিজে গিয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে যা হয়েছে তার উদাহরণ আপনার সামনেই। এখন কি কোনো ম্যাচ খেলছেন? তাহলে ২০-২৫ দিন নিয়ে কথা হচ্ছে কেন? প্রস্তুতির ব্যাপারে কথা বলতে হলে ভালো ভাবেই বলতে হবে। ১৫ দিন আগে গিয়ে দুটো প্রস্তুতি ম্যাচ খেলুন। ’
‘সত্যিটা হলো মূল খেলোয়াড়রা আগে যেতে চায় না। কারণ তারা জানে যা কিছুই হোক না কেন, তাদের দলে নেওয়া হবে। যখন আগে যাবে তখন ওয়ার্কলোড নিয়ে কথা বলবে। নিজেদের বিশ্বের সবচেয়ে ফিট দল বলে তারা কিংবা আগের প্রজন্মের থেকে ফিট বলে, তারপরও কীভাবে এতো তাড়াতাড়ি ভেঙে পড়ে তারা? ২০ ওভারের ম্যাচ খেলার পর ওয়ার্কলোড কেন ইস্যু হয়ে দাঁড়াবে?’
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এএইচএস