ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি প্রকাশ

ওয়ানডে বিশ্বকাপের পরপরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। কিন্তু ডিসেম্বরেই নিউজিল্যান্ডে উড়ে যাবে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার জন্য।

সেই সফরের সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।  

আইসিসির এফটিপি অনুযায়ী, সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ১৭ ডিসেম্বর ডানেডিনে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ওয়ানডে ২০ ডিসেম্বর নেলসনে ও তৃতীয়টি গড়াবে ২৩ ডিসেম্বর নেপিয়ারে।  

সেই নেপিয়ারেই আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে টি-টোয়েন্টি। বাকি দুটি ম্যাচের জন্য ভেন্যু হিসেবে মাউন্ট মঙ্গানুইকে ঠিক করেছে এনজেডসি। ম্যাচ দুটো হবে ২৯ ও ৩১ ডিসেম্বর। এনিয়ে, গত ৮ বছরে ষষ্ঠবার নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা।  

এদিকে, নিজেদের গ্রীষ্মকালীন সূচিতে বাংলাদেশ সিরিজের পর পাকিস্তানের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার আতিথ্য দেবে দুটি টেস্টের জন্য। এছাড়া ৮ বছর পর তাদের মাটিতে টেস্ট খেলতে যাবে অস্ট্রেলিয়া। দুটি টেস্ট ছাড়াও তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা।  

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।