ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

দূরত্ব বেশি, তবুও এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
দূরত্ব বেশি, তবুও এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস

এশিয়া কাপ নিয়ে নাটকীয়তা হয়েছে বেশি। কিছুদিন আগে জানানো হয়, শ্রীলঙ্কা ও পাকিস্তানে হবে এই টুর্নামেন্ট।

বুধবার এশিয়া কাপের পূর্নাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যেটি অনুযায়ী পুরো টুর্নামেন্টজুড়ে বেশ ভালো ভ্রমণই করতে হবে বাংলাদেশকে।  

৩১ আগস্ট শ্রীলঙ্কার ক্যান্ডিতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এর তিনদিন পর লাহোরে আফগানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে হবে। সুপার ফোরে উঠলে ৬ সেপ্টেম্বর একই ভেন্যুতে খেলবে বাংলাদেশ। তিনদিন পর পরের ম্যাচ খেলতে আবার ফিরতে হবে শ্রীলঙ্কায়।

অল্প সময়ের মধ্যে সবচেয়ে বেশি ভ্রমণ করতে হবে বাংলাদেশকে। পাকিস্তান থেকে শ্রীলঙ্কার দূরত্বটাও কম নয়, প্রায় ৪ ঘণ্টা সময় লাগে আকাশপথে। ক্রিকেটাররা পড়তে পারেন ভ্রমণ ক্লান্তিতে। এসব বাস্তবতা অজানা নয় বিসিবিরও। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, এসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছেন তারা।

বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের প্রথম ম্যাচ ক্যান্ডিতে খেলে আবার লাহোরে যেতে হবে। এখন যেতে হবে কিছু করার নেই। এসিসির সিদ্ধান্ত। এটা একটু স্বস্তিদায়ক সফর যেন হয় তাই চার্টার্ড বিমান দেবে এসিসি। সব দলের জন্যই এ ব্যবস্থা থাকবে যাদের দুই দেশে ম্যাচ। ’

‘এতটা ভ্রমণ করলে তো একটু অসুবিধা হয়ই। আমরা তো সবাই জানি যে বিমানে যেতে হলে দুই ঘন্টা আগে যেতে হয়, লাগেজ নিয়ে যেতে হয়। এরপর জেট লেগের ব্যাপার থাকে। এটা মানসিক ভাবে একটা চাপ তো পড়ছেই। শ্রীলঙ্কা থেকে পাকিস্তান তো আরও অনেক দূরে। তো কিছু তো করার নেই, যেহেতু এটা এসিসির সিদ্ধান্ত সবাই এভাবেই খেলছে। আমাদেরও মেনে নিতে হচ্ছে। ’

বাংলাদেশ সময় :  ১৬৪৫ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।