ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ক্রিকেট

লঙ্কানদের রেকর্ড ব্যবধানে হারিয়ে সিরিজ পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
লঙ্কানদের রেকর্ড ব্যবধানে হারিয়ে সিরিজ পাকিস্তানের

একদিন আগেই শেষ হয়ে গেল কলম্বো টেস্ট। পাকিস্তানের দাপটের সামনে লড়াই করারও সুযোগ পায়নি শ্রীলঙ্কা।

হেরেছে ইনিংস ও ২২২ রানের ব্যবধানে। পাকিস্তানের বিপক্ষে এটাই তাদের সবচেয়ে বড় পরাজয়। শুধু তা-ই নয়, রেকর্ড ব্যবধানে এই হারে সিরিজে ধবলধোলাই হলো স্বাগতিকরা।

আজ চতুর্থ দিন সকালে মাত্র দুই ওভার ব্যাটিং করে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ৫০ করার সঙ্গেসঙ্গেই ৫ উইকেটে ৫৭৬ রানে ইনিংস ঘোষণা করে তারা। আব্দুল্লাহ শফিকের ডাবল সেঞ্চুরির পর ১৩২ রানে অপরাজিত থাকেন আগা সালমান।  

জবাব দিতে নেমে নোমান আলীর ঘূর্ণিজাদুতে মাত্র ১৮৮ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। প্রথম সাত উইকেট নেওয়ার পর ইতিহাস গড়ার পথে ছিলেন নোমান। কিন্তু লঙ্কানদের ইনিংসে শেষ তিনটি উইকেট নাসিম শাহ শিকার করলে ইতিহাস গড়া আর হয়নি বাঁহাতি এই স্পিনারের। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৬৩* রান আসে অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যাট থেকে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১৬৬ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

৩২৬ বলে ১৯ চার ও ৪ ছক্কায় ২০১ রানের দুর্দান্ত ইনিংস খেলায় ম্যাচসেরার পুরস্কার জেতেন শফিক। সিরিজসেরা হয়েছেন দুই ম্যাচে ২২১ রান করা আগা সালমান। এর আগে গলে প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারায় পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এএইচএস    
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।