ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এখনই পরের অধিনায়ক কে জানাননি পাপন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
এখনই পরের অধিনায়ক কে জানাননি পাপন

পাশাপাশি বসে তিনজন। গত কয়েকদিনে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে ‍গুরুত্বপূর্ণ তিন চরিত্র।

নাজমুল হাসান পাপন মাঝে বসেছিলেন, তার একপাশে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস, আরেক পাশে তামিম ইকবাল। বৃহস্পতিবার রাতের জনাকীর্ণ সংবাদ সম্মেলন থেকেই তামিম ঘোষণা দিলেন ওয়ানডের নেতৃত্ব ছাড়ার।  

জানানো হলো, এশিয়া কাপে ক্রিকেটার হিসেবেও থাকছেন না তামিম। এতদিন ধরে ‘দায়িত্ব নেবেন সহ-অধিনায়ক’ বারবার বললেও এবার সুর পাল্টালেন বিসিবি সভাপতি। ব্যাখ্যা করলেন কারণও। বোর্ডের সঙ্গে আলাপ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানান পাপন। তামিম অধিনায়কত্ব ছাড়লেন, এখন কে হবেন ওয়ানডে অধিনায়ক?

এমন প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি বলেন, ‘অধিনায়ক এটা তো এখনও বলা কঠিন। ও (তামিম) যদি বলতো যে, ও এশিয়া কাপটা খেলছে না, তো আমাদের অবশ্যই একজন তো আছেই। লিটন দাস হতো। কিন্তু এটা তো হচ্ছে না। ও যে অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছে এটা আমি আজই জানলাম, আমার বাসায় আসার পর। তো এটা এখনও বলা যাচ্ছে না, এটা দু-একজনের সঙ্গে কথা না বলে বলতে পারছি না। ’

‘যদিও আমি সবসময় বলেছি বিশ্বকাপ পর্যন্ত তামিমই অধিনায়ক থাকবে। তো এটা একটা অনিশ্চয়তা কোন ম্যাচ খেলতে পারবে কোনটা পারবে না। এটা আসলে ওর ও (তামিম) ভাল লাগছে না। ও দলের কথা চিন্তা করে দেশের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছে। এখন সবচেয়ে বড় ব্যাপার হলো সে কত দ্রুত রিকভার করে ফিরে আসে। ’

ওয়ানডে সুপার লিগের পুরোটাজুড়েই নেতৃত্ব দিয়েছেন তামিম। তিন নম্বরে ছিল বাংলাদেশ। দলকেও বিশ্বকাপ সামনে রেখে গুছাচ্ছিলেন তামিম। কিন্তু অনেকটা হঠাৎই যেন এলোমেলো হয়ে গেলো সব। নেতৃত্ব ছাড়ারও ঘোষণা দিলেন তামিম। বিসিবির জন্য ব্যাপারটা কেমন?

পাপন বলেন, ‘এটা অবশ্যই বড় ধাক্কা। হঠাৎ করে এখন একজন যাকেই আমরা ওয়ানডে অধিনায়ক ঘোষণা করবো সে বিশ্বকাপ পর্যন্ত যাবে। এখন সেক্ষত্রে এক থেকে দুই বছরের জন্য নতুন অধিনায়ক পাবো। এটার জন্য প্রস্তুত ছিলাম না, এখন আমাদের এটা নিয়ে বসতে হবে। মূল জিনিসটা হল দলের সবাই অধিনায়ক, তামিম-সাকিব-মুশফিক। তবে দল যদি জিতে, তাহলে তামিম আফসোস করবে না যে কেন আমি (তামিম) অধিনায়ক ছিলাম না। ’

বাংলাদেশ সময় : ১১০৯ ঘণ্টা, ৩ আগস্ট, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।