ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিমের ইনজুরি এখন ‘পরিষ্কার’, রিপোর্ট দেখে মেজাজ খারাপ পাপনের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
তামিমের ইনজুরি এখন ‘পরিষ্কার’, রিপোর্ট দেখে মেজাজ খারাপ পাপনের

জলঘোলা হতে হতে বেশই হয়ে গিয়েছিল। তামিম ইকবাল সত্যিই ইনজুরিতে আছেন তো? এ নিয়ে সংশয় কেবল বাতাসেই ভেসে বেড়ায়নি।

দুয়েকবার বোর্ড কর্মকর্তাদের মুখেও ছিল অবিশ্বাস। এ নিয়ে তামিমের অভিমানের কথাও শোনা যায়। কয়েকদিন আগে অবসর নেওয়ার পেছনেও এটি ছিল অন্যতম কারণ।  

সম্প্রতি লন্ডনে চিকিৎসক দেখিয়ে ফিরেছেন তামিম। এরপর বৃহস্পতিবার বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে। রাতে তিনি ঘোষণা দেন নেতৃত্ব ছাড়ার। জানানো হয়, এশিয়া কাপে খেলছেন না এই বাঁহাতি ওপেনার। এই সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতির কাছে প্রশ্ন ছিল, তামিমের ইনজুরি কি এখন পরিষ্কার বিসিবির কাছে?

তিনি বলেন, ‘তামিম কিন্তু ঢাকাতেও এমআরআই স্ক্যান যা যা করার সব করেছে, ভারত-ব্যাংকক-লন্ডনে নিজের থেকে চিকিৎসক দেখিয়েছে। এবার প্রথম দুবাই থেকে একটা রিপোর্ট পাঠায় ওটা দেখে আমি দেখি যে একটা সমস্যা আছে। দেখার পরই আমি ওকে বলেছি তুমি দেবাশীষসহ আমাকে ফোন কল করো। আমাকে কেন বলা হয়নি। ’       

এ নিয়ে কথা বলেন তামিমও, ‘পাপন ভাইয়ের সঙ্গে…আমার যে সমস্যা সেটা নভেম্বর থেকেই ছিল। কিন্তু কথা হল উনাকে তো কেউ একজন জানায়। আমি তো আগে পাঠাইনি উনাকে। যখন প্রথম পাঠাই উনি সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে বলছে এ কথা আমাকে জানানো হয়নি কেন এতদিন, আমার সঙ্গে কথা বলিয়ে দাও। যাই হোক, আমরা যদি খোলাখুলি মনোভাবে থাকি তাহলে এই সমস্যাগুলো হয় না। তো আমরা এখন পুরোপুরি পরিষ্কার যে গত ছয় মাসে কী হয়েছে। ’

দীর্ঘদিন ধরেই পিঠ ও কোমড়ের চোটে ভুগছেন তামিম। এ নিয়ে কয়েক দফায় ডাক্তার দেখান। এরপর বিসিবির চিকিৎসকদের পরামর্শে যে ব্যায়াম করেছেন, সেটি নিয়ে প্রশ্ন তোলেন তামিম; দাবি করেন ওই ব্যায়াম তার ক্ষতিই করেছে। বিসিবি সভাপতিও এ নিয়ে তদন্তের কথা বলছেন।

তিনি বলেন, ‘আমার তো মেজাজই গরম হয়ে গেল রিপোর্ট দেখার পর। এই ব্যাপারটা আমাদের আরও তদন্ত করে বের করা দরকার। এটা যেভাবে আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে তাতে একটা ব্যাপার আছে। এটা হওয়ার কথা না। এটা যদি ২০২২ এ হয়ে থাকে তাহলে এতদিনে ভাল হয়ে যাওয়ার কথা। তো নিশ্চয়ই এটা নিয়ে অবহেলা করা হয়েছে এজন্যই আমাদের এরকম কথা এখন শুনতে হচ্ছে। আগে থেকে চিকিৎসা করা হলে এতদিনে ভালো হয়ে যেত। ’

লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে দুটি ইনজেকশন নিয়েছেন তামিম। এখন আপাতত পূর্ণ বিশ্রামে আছেন তিনি। এরপর ধীরে ধীরে ফিরবেন ব্যাটিংয়ে। চলতি মাসের শেষ দিকে শুরু হওয়া এশিয়া কাপ না খেলে পুরোপুরি ফিট হয়ে ফেরার আশা তামিমের। তার প্রত্যাশা, বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে তাকে।

তিনি বলেন, ‘আমিও পুরোপুরি নিশ্চিত নিউজিল্যান্ড সিরিজে ফিরতে পারবো। যেন কোন বাড়তি কোন সমস্যা না হয় এ কারণেই বাড়তি সময়টা নেওয়া। যেন আমি সেরা অবস্থায় নিউজিল্যান্ড সিরিজে ফিরতে পারি। এখানে এশিয়া কাপে খেলার ব্যাপারে যদি একটা জোরাজুরি করতাম, তাহলে এশিয়া কাপ খেলতে পারতাম। কিন্তু ওইটা কেউই চাচ্ছে না এজন্য এই সিদ্ধান্ত নেওয়া। ’

বাংলাদেশ সময় : ১১৩৮ ঘণ্টা, ৩ আগস্ট, ২০২৩
এমএইচবি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।