ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী: তাসকিন

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী: তাসকিন

বাংলাদেশ দল অনেকদিন ধরেই ওয়ানডেতে বেশ ভালো করছে। দিন দিন বাড়ছে প্রত্যাশাও।

এ মাসের শেষে এশিয়া কাপ ও অক্টোবরে হবে ওয়ানডে বিশ্বকাপ। এই দুই টুর্নামেন্ট নিয়ে বাংলাদেশের প্রত্যাশা অনেক। এ নিয়ে জাতীয় দলকে শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৮টি ক্যাটাগরিতে মোট ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠানকে আজ “শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২৩” দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এসব পুরস্কার দেওয়া হয়।  

এবার কৃতি ক্রীড়াবিদ হিসেবে পুরস্কৃত হয়েছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। আজ প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেন তাসকিন। এরপর অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয় তার।  

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে তাসকিন বলেন, ‘প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেলাম, মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে যেটা আমার জন্য খুবই গর্বের বিষয়। আমার আসলে খুবই ভালো লাগছে। ’

পুরস্কার গ্রহণের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয় তাসকিনের। তিনি জানান, এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় দলের ডানহাতি এই পেসার বলেন, ‘সামনে কি কি খেলা আছে তা জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি নিজেই বলছিলেন যে সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ আছে; সবার জন্য শুভকামনা। ভালো মতো খেলো। ’

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।