ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সবচেয়ে সহজ হচ্ছে সাকিবকে অধিনায়কত্ব দেওয়া : পাপন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
সবচেয়ে সহজ হচ্ছে সাকিবকে অধিনায়কত্ব দেওয়া : পাপন ফাইল ছবি

হুট করে একটা অস্বস্তিতেই পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের মাস দুয়েক আগে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল।

এখন নতুন করে ওয়ানডে অধিনায়ক খুঁজতে হচ্ছে বিসিবিকে। হাতে সময়ও খুব বেশি নেই। এ মাসের শেষদিকেই শ্রীলঙ্কায় হবে এশিয়া কাপ। এরপর অক্টোবর থেকে ভারতে হবে বিশ্বকাপ।  

খুব তাড়াতাড়িই তাই ওয়ানডে অধিনায়ক বেছে নিতে হবে বাংলাদেশকে। তবে এক্ষেত্রে দুটি সমস্যা দেখেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার ছিল বঙ্গবন্ধুর পুত্র শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে তার প্রতিষ্ঠিত আবাহনী ক্লাবে অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে কথা বলেন পাপন।  

তিনি বলেন, ‘এখনও আলাপ হয়নি। এটা একটু বিরতি দিয়ে সময় নিয়ে চিন্তা করতে হবে। আগেও যেটা বলেছি, যদি একটা সিরিজ হতো, এশিয়া কাপ তাহলে যে সহ-অধিনায়ক আছে সে চালিয়ে দেবে কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে এখন লম্বা সময়ের জন্য চিন্তা করতে হবে। মানে দুইটা সমস্যা, একটা লম্বা সময়ের চিন্তা করতে গেলে একরকম। আবার আরেকটা সমস্যা হচ্ছে বিশ্বকাপ; এটার চাপও কিন্তু কম না। এটা এত সহজ জিনিস না। ’

‘আমি একজন নতুন কাউকে যে হঠাৎ করে বানিয়ে দেবো সে এই চাপটা নিতে পারবে কি না এটা একটা। আবার যদি আপনি লম্বা সময়ের কথা চিন্তা করেন তাহলে আমি এখন একজনকে বানাবো, দেখা গেলো এক বছর পর সে হয়তো থাকবেই না। তাহলে লম্বা সময় হবে কীভাবে। এই জিনিসগুলো নিয়েই আলাপ করে আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে। ’

অধিনায়কত্বের আলোচনায় ঘুরেফিরে সবচেয়ে বেশি আসছে সাকিব আল হাসানের নাম। এখন টেস্ট ও টি-টোয়েন্টি দলের নেতৃত্বেও রয়েছেন তিনি। তাকে অধিনায়ক করার পক্ষে মত দিয়েছেন খালেদ মাহমুদ সুজন। পাপনও বলছেন, সাকিবকে অধিনায়ক করে ফেলাই সবচেয়ে সহজ তাদের জন্য। তবে তিনি লম্বা সময় খেলবেন কি না, এ নিয়ে সংশয় বিসিবি সভাপতির।

পাপন বলেন, ‘সাকিবের নাম আসা তো অবধারিতই। মানে এটা তো অবধারিত পছন্দ। কিন্তু আপনি কী বলতে পারেন দুই বছর খেলবে সাকিব। জানি না তো, আমাদের জানতে হবে। ওর পরিকল্পনা, ওর সঙ্গে তো কথা বলতে হবে। আমরা আগে একটু জেনে নিই। এটা নিয়ে কথাবার্তা বলতে হবে, বোর্ডের সবার সঙ্গে কথা বলতে হবে, ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে। তবে একটা জিনিস ঠিক, সবচেয়ে সহজ কাজ হচ্ছে সাকিবকে অধিনায়ক করে দেওয়া। এটাতে কোনো সমস্যা নেই। ’ 

সাকিবই কি বিসিবির পছন্দ কি না এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘এখনও পছন্দ ঠিক করিনি। এটা ঠিক করার আগে ওদের সঙ্গে কথা বলা দরকার যাকে যাকে আমরা করতে চাই। অনেক সময় আছে অনেক ক্রিকেটারকে বললে সে রাজি নাও হতে পারে। ’ 

নেতৃত্বের আলোচনায় সাকিবের সঙ্গে আছেন লিটন কুমার দাস। এই উদ্বোধনী ব্যাটার এখন আছেন সহ-অধিনায়কের দায়িত্বে। তামিমের অনুপস্থিতিতে গত বছর ডিসেম্বরে তার নেতৃত্বেই ভারতকে ওয়ানডে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। সর্বশেষ আফগানিস্তান সিরিজেও অধিনায়কত্ব করেছেন লিটন। তাকে কি অধিনায়ক করা হতে পারে?

পাপন বলেন, ‘এটাও খুব সহজ। আপনি যদি লিটনের কথা চিন্তা করেন, তাহলে এটাও খুব সহজ। কিন্তু একমাত্র ইস্যু হচ্ছে দ্বিপাক্ষীক খেলা এক জিনিস, আর বিশ্বকাপ খেলা এক জিনিস। ওইটা আবার ওর ব্যাটিংয়ে না প্রভাব ফেলে দেয় বিশ্বকাপের মতো একটা চাপ, এত বড় দায়িত্ব। আমি বলছি যে আমরা সবাইকে সবদিক বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিতে চাই। তাড়াহুড়ো করে বা হুট করে একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছি না। এজন্য আমরা কথা বলে সবার সঙ্গে যেটা ভালো মনে হয় ওরকম কিছুই করবো। ’

বাংলাদেশ সময় : ২০৪৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।