ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রুমানার স্ট্যাটাসে অবসরের ইঙ্গিত?

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
রুমানার স্ট্যাটাসে অবসরের ইঙ্গিত?

অনেকদিন ধরেই আছেন জাতীয় দল থেকে দূরে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর ছিলেন না ভারতের সঙ্গে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে।

জাতীয় নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ লঙ্কানদের বিপক্ষে বাদ পড়েই জানিয়েছিলেন হতাশার কথা।  

এই লেগ স্পিনিং অলরাউন্ডার এবার ফেসবুকে দিলেন ইঙ্গিতপূর্ণ এক স্ট্যাটাস। তিনি লিখেছেন ‘নো মোর ক্রিকেট’, যার অর্থ ‘আর ক্রিকেট নয়’। এরপর কয়েকটি ‘ডট’ চিহ্নও দেন তিনি, যার মানে এ বিষয়ে আরও কথা বাকি আছে। বিশদ জানতে রুমানাকে ফোন করা হলেও তিনি অবশ্য বিস্তারিত বলেননি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানাবেন বলে জানান রুমানা।

জাতীয় দলের হয়ে হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ খেলেছিলেন রুমানা। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে তার সঙ্গে বাদ দেওয়া হয় সালমা খাতুনকে। ভারতের বিপক্ষে সালমা দলে ফিরলেও ম্যাচ পাননি খুব একটা, রুমানা ফেরেননি স্কোয়াডেই। এই সিরিজে ছিলেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার জাহানারা আলমও।  

গত বছর ৮ ওয়ানডে খেলে ৫টি মাত্র উইকেট নেন রুমানা, এই ম্যাচগুলোতে ৭০ রান করেছেন তিনি। টি-টোয়েন্টিতে ১৫ ইনিংসে তার উইকেট ১৫টি। ব্যাট হাতেও সময়টা একদমই ভালো কাটছে না। শেষ ডিপিএলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে সাত ইনিংসে দুই ফিফটিসহ ৩৬.৪০ গড়ে ১৮২ রান করেছেন রুমানা। লেগ স্পিনে ১১ উইকেট নেন, ওভার প্রতি রান দিয়েছেন ২.৭০।  

বাংলাদেশ সময় : ০৮৫৩ ঘণ্টা, ৬ আগস্ট, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।