ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিষ্প্রভ সাকিব, হারের বৃত্তে দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
নিষ্প্রভ সাকিব, হারের বৃত্তে দল

ব্যাট কিংবা বল কোনোটিতেই নিজের ছাপ রাখতে পারেননি সাকিব আল হাসান। ছিলেন পুরোপুরি নিষ্প্রভ, এমন বাজে দিনে হেরেছে তার দল গল টাইটান্সও।

লঙ্কা প্রিমিয়ার লিগে তাদের ৮৯ রানের বড় ব্যবধানে হারায় বি-লাভ ক্যান্ডি। হারের বৃত্তে থাকা গলের এটি টানা তৃতীয় পরাজয়।

পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে ক্যান্ডিকে আগে ব্যাটিংয়ে পাঠায় গল। কিন্তু সিদ্ধান্তটা কাজে লাগেনি। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৩ রানের সংগ্রহ দাঁড় করায় ক্যান্ডি। অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ২৭ বলে ৯ চার ও ২ ছক্কায় খেলেন ৬৪ রানের দুর্দান্ত এক ইনিংস। এছাড়া ফখর জামান ৪৫ ও অ্যাঞ্জেলো ম্যাথুস করেন ৪০ রান। বোলিংয়ে এসে খরুচে ছিলেন সাকিব। ৩ ওভারে কোনো উইকেট না পেয়ে ৩১ রান দেন তিনি।

ব্যাটিংয়ের পর বোলিংয়েও গলকে কুপোকাত করেন হাসারাঙ্গা। মাত্র ১৭ রান দিয়ে একাই শিকার করেন ৪ উইকেট। যার ফলে গল গুটিয়ে যায় ১১৪ রানেই। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১২ বলে ১ চারে ১১ রান করেন সাকিব। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান আসে লাহিরু সামারাকুনের ব্যাট থেকে। ক্যান্ডির হয়ে নুয়ান প্রদীপ তিনটি ও মুজিব উর রহমান নেন দুই উইকেট। অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে ম্যাচ-সেরা হন হাসারাঙ্গা।

পাঁচ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে গল।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।