ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ওয়াহাব রিয়াজ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ওয়াহাব রিয়াজ

জাতীয় দলে জায়গা হারিয়েছেন আগেই। এবার আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিলেন পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ।

তবে আরও কয়েক বছর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট খেলবেন তিনি।

আজ মিডিয়া রিলিজের মাধ্যমে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন ওয়াহাব রিয়াজ। যেখানে তিনি লিখেছেন, 'আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পারা ছিল অত্যন্ত সম্মানের। এই পর্বকে বিদায় জানাচ্ছি এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন অ্যাডভেঞ্চারের কথা ভেবে আমি রোমাঞ্চিত; যেখানে আমি বিশ্বের সেরা প্রতিভাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার পাশাপাশি (সমর্থকদের) আনন্দ দেওয়ার প্রত্যাশা করছি। '

তিনি আরও লিখেছেন, 'আমি গত দুই বছর ধরেই অবসর নিয়ে কথা বলে আসছি যে, ২০২৩ সালে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চাই। আগের চেয়ে অনেক স্বস্তি অনুভব করছি এ কারণে যে, আমি আমার দেশ ও জাতীয় দলের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। '

৩৮ বছর বয়সী রিয়াজ সর্বশেষ ২০২০ সালের ডিসেম্বরে পাকিস্তানের জার্সিতে খেলেছেন। সবমিলিয়ে ২৭ টেস্ট, ৯১ ওয়ানডে ও ৩৬ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নিয়ে বিদায় নিলেন তিনি। ক্যারিয়ারে তিনটি (২০১১, ২০১৫ ও ২০১৯) ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন এই বাঁহাতি বোলার।

২০০৮ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয় ওয়াহাব রিয়াজের। তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্স ভারতের বিপক্ষে, মোহালিতে ২০১১ বিশ্বকাপের ম্যাচে। ওই ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনের বিপক্ষে তার ভয়ঙ্কর ফাস্ট বোলিংয়ের কথা দীর্ঘদিন ক্রিকেটভক্তদের স্মৃতিতে গাঁথা থাকবে।

২০১৯ সালে লাল বলের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য অবসরে যান ওয়াহাব রিয়াজ। এই সিদ্ধান্তের পেছনে তার উদ্দেশ্য ছিল সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেটে মনোযোগ দেওয়া। কিন্তু ৪ বছর পর আন্তর্জাতিক অঙ্গনকে বিদায় বলে দিলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।